অমিতাভকে টপকে এগিয়ে 'বেবি ডল', ২০২০-র গুগল সার্চে টপ মোস্ট ১০ সেলিব্রিটির তালিকা
First Published Dec 10, 2020, 5:11 PM IST
আর মাত্র কয়েকদিন, তারপরেই শেষ হতে চলেছে ২০২০ সাল। যদিও সকলেই এর অপেক্ষা। প্রতি বছরের সঙ্গে সকলের কত স্মৃতি জড়িয়ে থাকে, বছর শেষ মানেই একরাশ দুঃখ-যন্ত্রণা। কিন্তু এই বছরটা যেন অন্যান্য বছরের ব্যতিক্রম। ভালর থেকে খারাপই বেশি এই বছরটাই। কবে শেষ হবে এই খারাপ বছরটা তারই দিন গোনার পালা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। ২০২০ সালে গোটা বছরটাও সকলেই নিজের প্রিয় তারকাদের খবর জানতে সার্চ করেছে গুগলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০২০ সালে টপ মোস্ট সার্চ সেলিব্রিটির তালিকা, দেখে নিন একনজরে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন