- Home
- Entertainment
- Bollywood
- অমিতাভকে টপকে এগিয়ে 'বেবি ডল', ২০২০-র গুগল সার্চে টপ মোস্ট ১০ সেলিব্রিটির তালিকা
অমিতাভকে টপকে এগিয়ে 'বেবি ডল', ২০২০-র গুগল সার্চে টপ মোস্ট ১০ সেলিব্রিটির তালিকা
- FB
- TW
- Linkdin
জো বিডেন-মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি জো বিডেন ২০২০ সালের গুগল সার্চে প্রথম স্থানে রয়েছেন।
অর্ণব গোস্বামী- কিছুদিন আগে রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর গ্রেফতার নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ২০২০ সালের গুগল সার্চে দ্বিতীয় স্থানে রয়েছেন।
কনিকা কাপুর- বলিউডের বেবি ডল গায়িকা অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে এগিয়ে গেছেন। গুগল সার্চে তৃতীয় স্থানে রয়েছেন কনিকা কাপুর। আসলে কোভিড পজিটিভ হওয়ার পরই এই গায়িকার খুঁটিনাটি খবর জানতে নজর রেখেছিল ভক্তরা।
কিম জং উন- ২০২০ সালের গুগল সার্চে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জং উন চতুর্থ স্থানে রয়েছেন।
অমিতাভ বচ্চন- গুগল সার্চে পঞ্চম স্থানে রয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। জয়া বচ্চন বাদে পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় লাইমলাইটে এসেছিলেন অমিতাভ বচ্চন। বর্তমানে কেবিসি-তে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে।
রশিদ খান-আফগান ক্রিকেটার রশিদ খান নিজের বোলিংয়ের দক্ষতায় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। অনুষ্কা শর্মার সঙ্গেও তার নাম জড়িয়ছিল, যা শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। গুগল সার্চে ষষ্ঠ স্থানে রয়েছেন রশিদ খান।
রিয়া চক্রবর্তী- সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী গুগল সার্চে সপ্তম স্থানে রয়েছেন। সুশান্ত আত্মহত্যার মামলায় প্রধান আসামী হিসেবে যিনি এখনও খবরের শিরোনামে।
কমলা হ্যারিস-আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২০ সালের গুগল সার্চে অষ্টম স্থানে রয়েছেন ।
অঙ্কিতা লোখান্ডে- সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে গুগল সার্চে নবম স্থানে রয়েছেন। সুশান্তের মামলায় যিনি ন্যায়বিচারের সওয়াল করেছিলেন।
কঙ্গনা রানাওয়াত- বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত গুগল সার্চে দশম স্থানে রয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গর্জে উঠেছিলেন তিনি।