সুশান্ত আত্মহত্যা থেকে দীপিকার জেএনইউ-এ পা, ২০২০-তে সেরা দশ ভাইরাল বলিউড
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুত- ১৪ জুন হঠাৎই দুপুর ২ টো নাগাদ খবর সামনে আসে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতকে। ২০২০-তে সারা বছর তোলপাড় করেছে এই মৃত্যু রহস্য। তদন্তের পর তদন্ত, বলিউডকে কাটা ছেড়া করে একাধিক খবর সামনে উঠে আসে।
দীপিকা পাড়ুকোন জেএনইউ- জেএনইউতে ছাত্রদের ওপর হামলার পরই গোটা দেশ জ্বলে ওঠে প্রতিবাদে। ধন্যায় বসে পড়ুয়ারা। সেই প্রতীবাদে সামিল হয়ে বিতর্কে জড়িয়েছিল দীপিকা পাড়ুকোনের নাম।
নেপোটিজম- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই সামনে উঠে আসে স্বজন পোষণ নিয়ে একাধিক মতামত। প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়েন করণ জোহর ও কঙ্গনা রানাওয়াত।
বিএমসি ও কঙ্গনা রানাওয়া- নেপোটিজম নিয়ে বিতর্কের মুখে পড়ার পরই সামনে উঠে আসে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সংঘাতের খবর। মুম্বইতে পৌঁছনোর আগেই বিএমসি ভেঙে দেয় তাঁর অফিস।
রিয়া চক্রবর্তী- ২০২০-তে রিয়া চক্রবর্তী সুশান্তের মৃত্যুর প্রথম সন্দেহের তালিকাতে থাকে। সেখান থেকেই শুরু হয় চর্চা। এরপর মাদক কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি সামনে এনেছিলেন ২৫ বলিউড সেলেবের নাম।
ঋষি কাপুরের মৃত্যু- ২০২০ একাধিক স্টারের মৃত্যু দেখেছে। যার মধ্যে একটি নাম ঋষি কাপুর। প্রথম সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন অমিতাভ বচ্চন।
ইরফান খান- একদিনের মাথায় মৃত্যু। একরাতের জন্য হাসপাতালে ভর্তি হয়েই পরেরদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী অভিনেতা।
সোনু সুদ- পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সারা বছর ভর যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন সোনু সুদ, তা এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের নজর কাড়ে।
অমিতাভব বচ্চন- করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন সহ তাঁর পরিবার। ২০২০-তে সর্বাধিক ছড়িয়ে পড়েছিল এই টুইটই।
সঞ্জয় দত্ত- ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল সঞ্জয় দত্তের নাম। তবে কয়েকদিনের চিকিৎসাতেই বিপদ মুক্ত হয়ে শ্যুটিং-এ ফিরেছিলেন তিনি।