পুজোর আগেই হু হু কমছে সোনার দাম, দোকানে ভিড় বাড়ছে সাধারণ মানুষের
- FB
- TW
- Linkdin
পুজোর আগেই ভারতের বাজারে ফের দাম কমল সোনার। গতকালের তুলনায়ও আজ দাম কমেছে সোনার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম ০.১৫ শতাংশ পড়েছে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৭৩০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,৪৩০ টাকা।
গত সেশনেও সোনার দাম ০.৫২ শতাংশ বেড়েছিল। তবে এইবার অনেকটাই কমেছে।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। প্রতি কেজি রূপোতে ০.১৩ শতাংশ দাম কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬৭০০০ টাকা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বাজারে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। গত আগস্ট মাস থেকেই বৃদ্ধির নয়া রেকর্ড গড়ার পর থেকেই সোনার দাম বেশ কিছুটা কমেছে।
সোনার দাম কমলেও গয়না কিনতে গেলে টান পড়বে পকেটে। কারণ গয়নার দোকানে সোনার দাম আরও একটু বেশি থাকে। শুধু তাই নয়, গয়নার মজুরি ও জিএসটিও যুক্ত থাকে তাতে।