ভোটের দিন সোনার দাম বাড়ল না কমল, জেনে নিন কলকাতার দর একনজরে
সোনার দাম বেশ কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। তবে বেশ কয়েকদিন ধরে ফের উর্ধ্বমুখী ছিল সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমের আগে দাম কমতে থাকায় সোনায় সোহাগা ক্রেতা থেকে বিক্রেতাদের। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা করছে। চতুর্থ দফায় ভোটের দিন সোনার দাম বাড়ল না কমল, জেনে নিন আজকের বাজার-দর।
17

চতুর্থ দফায় ভোটের দিন সোনার দাম বাড়ল না কমল এই দিকেই চোখ আমজনতার।
27
বেশ কিছুদিন ধরেই একধাক্কায় দাম কমেছিল সোনার। এবং সোনার দাম কমায় মধ্যবিত্তের যেন সোনায় সোহাগা।
37
সপ্তাহের শেষে ভোটের দিন ফের দাম বাড়ল সোনার। যদিও কয়েকদিন ধরেই দাম ওঠানামা লেগেই রয়েছে।
47
গত বছরের রেকর্ডকেও ব্রেক করেছে সোনার দাম। যদিও আগের চেয়ে এখন অনেকটাই সস্তা হয়েছে সোনার দাম।
57
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫,৮৫০ টাকা।
67
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৫৫০ টাকা।
77
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৭,০০০ টাকা।
Latest Videos