- Home
- Business News
- Other Business
- মাসের শুরুতেই একধাক্কায় দাম পড়ল সোনার, পাল্লা দিয়ে কমছে রূপোর দামও
মাসের শুরুতেই একধাক্কায় দাম পড়ল সোনার, পাল্লা দিয়ে কমছে রূপোর দামও
- FB
- TW
- Linkdin
জুন মাসের শুরুতেই লাগাতার তিন দিন ধরে কমছে সোনার দাম। পরপর তিনদিন এই দাম কমাতে স্বস্তির হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।
এমসিএক্স সূচক পতনের জেরেই দাম কমেছে সোনার। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,১৩৭ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামও পাল্লাও কমছে। প্রতি কেজি রূপোর দাম হয়েছে, ৫০,৫০৫ টাকা।
গত তিন দিনে দাম বাড়ার কোনও সম্ভাবনা দেখা দেয়নি। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
বর্তমানে সোনার গয়নার পাশাপাশি সিলভার গয়নারও চাহিদা বেড়েছে। হাল ফ্যাশনে বিভিন্ন রূপোর জিনিসেরও চাহিদা ক্রমশ বাড়ছে।
কয়েকদিন আগেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম। তবে দামের পতনের কারণে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই লাভবান হচ্ছেন।
একটানা ৩ দিন ধরেই ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাচ্ছে সোনার বাজার।
আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের।
সোনার দামে পতনের কারণ হিসেবে আমেরিকা-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি ও আমেরিকায় সাম্প্রতিক বিক্ষোভকেই কাঠগড়ায় তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
সঙ্কট কালে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়ার প্রতিফলন দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম এটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে।