- Home
- Business News
- Other Business
- ATM-এ লাগবে OTP, জানিয়াতি রুখতে নয়া নিয়ম SBI-এর, টাকা তোলার আগে জেনে নিন নিয়ম
ATM-এ লাগবে OTP, জানিয়াতি রুখতে নয়া নিয়ম SBI-এর, টাকা তোলার আগে জেনে নিন নিয়ম
| Published : Sep 18 2020, 01:42 PM IST
ATM-এ লাগবে OTP, জানিয়াতি রুখতে নয়া নিয়ম SBI-এর, টাকা তোলার আগে জেনে নিন নিয়ম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ক্রমেই বেড়ে চলেছে এটিএম জালিয়াতি। এবার বড় ধাঁক্কার থেকে রেহাই পেতে নয়া নিয়ম চালু করল স্টেটব্যাঙ্ক।
28
টাকা তুলতে গেলেই মিলবে ওটিপি। আগে এই ওটিপি সার্ভিস ছিল কেবল রাতের জন্যই।
38
গ্রাহকদের টাকা যাতে এটিএম থেকে জালিয়াতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে চলতি বছরের শুরুতে এই নিয়ম এনেছিল স্টে ব্যাঙ্ক।
48
এটিএম থেকে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০,০০০ বা তার বেশি টাকা তুলতে গেলেই ফোনে চলে আসত ওটিপি।
58
জানুয়ারী মাস থেকে এটি চালু করা হয়েছিল রাতে কারুর অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতি রুখতে।
68
শুক্রবার সেই নিয়মই ২৪ ঘণ্টার জন্য করা হল। এটিএম থেকে এখন ১০,০০০ বা তার বেশি টাকা তুলতে গেলেই মিলবে দিলভর ওটিপি।
78
যা না দিলে টাকা তোলা যাবে না। এর ফলে সুরক্ষিত থাকবে গ্রাহকদের সঞ্চয়।
88
তবে এই সুবিধে বর্তমানে মিলবে কেবল মাত্র স্টেটব্যাঙ্কের এটিএম-এই।