শুধু উদ্বোধন নয়, দিনভর টিকাকরণ প্রক্রিয়া মনিটর করলেন 'চৌকিদার'
- FB
- TW
- Linkdin
দীর্ঘ একবছরের বেশি সময় ধরে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করেছে গোটা দেশে।
মাস্ক, স্যানিটাইজার, আবদ্ধ কঠোর নিয়মের জীবন, এই সবকিছুতে অতিষ্ঠ হয়ে উঠেছিল ১৩০কোটির দেশ।
তারউপর লকডাউন, আর্থিক মন্দা, রোজগার হারানো একাধিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল দেশবাসী।
ভ্যাকসিন তৈরির খবরের পর থেকেই আশায় বুক বেধেছিল সকলে। ট্রায়াল পর্বের পর কবে শুরু হবে টিকাকরণের প্রক্রিয়া প্রহর গুনছিল দেশবাসী।
অবশেষে শনিবার সব প্রতিক্ষার ইবসান ঘটিয়ে দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শবিবার দেশের ৩ হাজারের বেশি কেন্দ্রে টিকাকরণ হয়। প্রথম পর্বে শুধু দেশের প্রথম সারির করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ভ্যাকসিন দেওয়া হবে ।
শুধু উদ্বোধন করাই নয়,ইতিহাসের সর্ববৃহৎ টিকাকরণের প্রক্রিয়ার মনিটরও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা টিকার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সেখানে বসেই যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন 'নমো'।