- Home
- West Bengal
- নজরে বাংলা, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ২০ হাজার ছাড়ালো, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬.৪২ শতাংশ
নজরে বাংলা, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ২০ হাজার ছাড়ালো, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬.৪২ শতাংশ
- FB
- TW
- Linkdin
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে বাংলায় ২০,১৩৬ জন। ১০ মে পর্যন্ত যে সংখ্যাটা ছিল মোট ১০,১২,৬০৪ কেবল বাংলায়।
সংক্রমণের হার বেড়ে রাজ্যে বর্তমানে ৩১ শতাংশ। যার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার।
কেবল কলকাতা নয়, করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনাতে, হাওড়া, হুগলিতে ও নদিয়াতেও।
মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।
১১ মে পর্যন্ত রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ১২,৫৯৩ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৬.৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৫৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যের বুকে করোনার সঙ্গে লড়াই করছেন, সক্রিয় কেস ১,২৭,৬৭৩ জন।
বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে মিলবে করোনার টিকা। তবে প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজকেই আগে প্রাধান্য দেওয়া হবে বলেই জানানো হয়েছে।