Cooch Behar News: কোচবিহারের মেখলিগঞ্জে (Mekhliganj) এক নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি (BJP)।

DID YOU
KNOW
?
পকসো আইনে কঠোর ধারা
নাবালিকাদের যৌন হেনস্থার ঘটনা রোখার জন্য পকসো আইনে কঠোর ধারার ব্যবস্থা করা হয়েছে। মেখলিগঞ্জের ঘটনাতেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

Cooch Behar Minor Rape Case: কোচবিহার জেলার মেখলিগঞ্জের (Mekhliganj) জামালদহ অঞ্চলে ১১ বছরের মেয়েকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত ষাটোর্ধ্ব প্রতিবেশী এনামুল হকের কঠোর শাস্তি তথা ফাঁসির দাবি। যাঁরা এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন, তাঁদের গ্রেফতার করার ঘটনাতেও তীব্র ক্ষোভপ্রকাশ বিজেপি-র (BJP)। শুক্রবার মেখলিগঞ্জ বিধানসভা অঞ্চলে বিজেপি-র ডাকে এক প্রতিবাদ মিছিল এবং সভা আয়োজন করা হয়। মূলত, আন্দোলনকারী প্রতিবাদীদের 'অন্যায়ভাবে' গ্রেফতারের প্রতিবাদ এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতেই এই কর্মসূচি আয়োজন করা হয়। এই সভা থেকে বিজেপি নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দেন, ধৃত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি না দিলে এবং অভিযোগ প্রমাণের পর সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

গানের মাধ্যমে প্রতিবাদ

মেখলিগঞ্জে এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি আশেকার রহমান, সঞ্জীব চন্দ্র রায়, বিমল রায়, পীযূষ কান্তি রায়, শঙ্কর বর্মন, বিধানসভা কনভেনার বিমল রায়, কো-কনভেনার পবন ভাদানী এবং বিজেপি নেতা শ্যামল চন্দ্র বর্মন-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। প্রতিবাদের ভাষা হিসেবে মঞ্চে ভাওয়াইয়া ও লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মণীন্দ্র রায় ও ঈশ্বর রায়। তাঁদের প্রতিবাদী গানের মাধ্যমে প্রশাসনের ভূমিকা এবং নারী নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়।

ঠিক কী অভিযোগ?

নির্যাতিতা জানিয়ছে, 'আমি স্নান করে বাড়ির পাশের নদীর ধারের জঙ্গলে রাখা খড়ি আনতে গিয়েছিলাম। সেই সময় আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।' প্রত্যক্ষদর্শী গৃহবধূ জানিয়েছেন, 'আমি ঘটনাস্থলে না গেলে হয়তো বাচ্চা মেয়েটিকে মেরেই ফেলত।' মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।