- Home
- West Bengal
- করোনায় আক্রান্ত রেলের রান্নাঘরের কর্মীরা, ভয়াবহ পরিস্থিতিতে ভরসা 'রেডি টু মিল', দেখুন ছবি
করোনায় আক্রান্ত রেলের রান্নাঘরের কর্মীরা, ভয়াবহ পরিস্থিতিতে ভরসা 'রেডি টু মিল', দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
করোনায় এবার ভয়াবহ আকার নিল রেলের রান্নাঘরে। বেস কিচেনের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আইআরসিটিসি সূত্রে খবর, হাওড়া, শিয়ালদহ, মালদহ, নিউ জলপাইগুড়ি স্টেশনের বেস কিচেনের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্য়েই ট্রেন পরিষেবার মধ্যে যুক্ত একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন করোনায়। সেই সংখ্যাটা নেহাত কম নয়।
শিয়ালদহ ডিভিশন আক্রান্তের সংখ্যা ১৬০ পার করে গিয়েছে। হাওড়া ডিভিশনে আক্রান্ত ৪৫০ জন পার করে গিয়েছে। কমানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা।
এদিকে রেলের রান্নাঘরেও করোনা সংক্রমণ শুরু হওয়ায় রেলে এখন দেওয়া হচ্ছে রেডি টু মিল।
আইআরসিটিসি সূত্রে খবর, শিয়ালদহ বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ১১ জন কর্মী। হাওড়া বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ৯ জন কর্মী।
মালদা কিচেনে আক্রান্ত হয়েছেন ৭ জন। নিউ জলপাইগুড়ির বেস কিচেনে আক্রান্ত ৮ জন কর্মী। ডাউনিং কারে আক্রান্ত প্রায় ১৫ জন বলে জানিয়েছে আইআরসিটিসি।