কোভিডে মৃত্যু বাড়ল রাজ্যে, আশঙ্কা বাড়িয়ে ফের সংক্রমণে শীর্ষে কলকাতা
- FB
- TW
- Linkdin
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১১ জন এবং ফের কোভিডে প্রাণ হারালেন ১ জন কলকাতায়। তবে কলকাতায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৪,৯৫৭। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ২ জনের।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৯২ এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৯, ৬৫৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১৮,১৮১ জন।
করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭২ জন। তবে সংক্রমণে সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় দার্জিলিং । তৃতীয় উত্তর ২৪ পরগণা ।
সংক্রমণে এখনও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং। করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং একদিনে করোনা আক্রান্ত ৭৪ জন। কোভিডে একদিনের আক্রান্তে দ্বিতীয় স্থানে দার্জিলিং।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৮০১ জন। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৩,১১১ জন।
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০১২ জন।
বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৮৭,০৭১ জন। সুস্থতার হার ৯৭.৮৮ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরিয়েছে সেই মে মাসের গন্ডী। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার একদিনে ৯৭.৯৫ শতাংশ।