কোভিডে মৃত্যু কমল কলকাতায়, সংক্রমণে চিন্তা বাড়িয়ে শীর্ষে পশ্চিম মেদিনীপুর
- FB
- TW
- Linkdin
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৬ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৪,৯৩৯। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪ জনের।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৮৫ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৮,৮০২ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,০৮,২২৩ জন।
করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৪ জন। তবে সংক্রমণে সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে পশ্চিম মেদিনীপুর । তৃতীয় উত্তর ২৪ পরগণা । পশ্চিম মেদিনীপুরেও একদিনে আক্রান্ত ১০২ জন।
উত্তর ২৪ পরগণাকেও এবার টপকে গেল দার্জিলিং। করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং একদিনে করোনা আক্রান্ত ৯৫ জন। কোভিডে একদিনের আক্রান্তে দ্বিতীয় স্থানে দার্জিলিং।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৯৮২ জন। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৬,৬৫৫ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৮৬ জন।
বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৭৩,৭১৮ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরোল সেই মে মাসের গন্ডী। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার একদিনে ৯৭.৭১শতাংশ।