MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বেপরোয়া যৌন জীবন, একাধিক সম্পর্ক থেকে বিতর্ক, জানুন এমন ১০ ক্রিকেটারদের কাহিনি

বেপরোয়া যৌন জীবন, একাধিক সম্পর্ক থেকে বিতর্ক, জানুন এমন ১০ ক্রিকেটারদের কাহিনি

কথায় বলে ক্রিকেট জেন্টালম্যান গেম বা ভদ্রলোকের খেলা। কিন্তু মাঝে মাঝে ক্রিকেটারদের নামও এমন কিছু কুকীর্তিতে জড়িয়েছে যাতে নিজেদের তো বটেই মানহানি হয়েছে ক্রিকেটেরও। বিশেষ করে ক্রিকেটারদের বিরুদ্ধে বারবার উঠেছে যৌন কেলেঙ্কারি সহ নারী ঘটিত নানান অভিযোগ। যা কলঙ্কিত করেছে ক্রিকেটের গৌরবকে। আবার অনেকের বিরুদ্ধে আনা হয়েছে মিথ্যে অভিযোগও। আজ এমন কিছু ক্রিকেটারদের কথা আপনাদের কাছে তুলে ধরবো যাদের নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতে। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : Dec 02 2020, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শেন ওয়ার্ন
ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারি বিতর্কে শেন ওয়ার্নের নাম সব থেকে বেশিবার ওঠে এসেছে। তখন ২০০০ সাল। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন। সেই সময়ে ব্রিটিশ নার্স ডোনা রাইটকে পাঠানো ওয়ার্নের যৌন উত্তেজনামূলক ফোনবার্তা ফাঁস হয়। সামনে আসে একাধিক অশ্লীল মেসেজও। যার ফলস্বরূপ সহ অধিনায়কের পদ খোয়াতে হয় ওয়ার্নকে। এর ঠিক তিন বছর পরে আবারও যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন। ২৫ বছরের এক মডেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় তাকে। পরবর্তীতে সেই মডেল আবার শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন। ২০০৬ সালে ফের এক বার যৌন বিতর্কে উঠে আসে ওয়ার্নের নাম। এমনকী কেরিয়ার শেষ করেও নারী কেলেঙ্কারির 'নেশা' ছাড়তে পারেননি ওয়ার্ন।
 

210

কেভিন পিটারসন
প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসনের বিরুদ্ধেও উঠেছিল যৌন নির্যাতনের অভিযোগ। দক্ষিণ আফ্রিকার সুন্দরী ভ্যানিসা নিমোর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভ্যানিসা জানিয়ে ছিলেন, কেপি নাকি তাকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি।

310

ক্রিস গেইল
ক্যারেবিয়ান তারকা ক্রিস গেইলের বিরুদ্ধেও একাধিকবার অভিযোগ উঠেছে। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময় ক্রিস গেইলকে হোটেলের ঘরে তিন জন ব্রিটিশ মহিলার সঙ্গে হাতানাতে ধরা হয়েছিল। যা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। এছাড়াও মহিলা সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে গেইলের বিরুদ্ধে।
 

410

মহম্মদ শামি 
যৌন নিগ্রেহের তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিরও। ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, শামির সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। হাসিনের দাবি, এ নিয়ে বলতে গেলে তার ওপরে অত্যাচারও চালিয়েছেন মহম্মদ শামি। যদিও এই বিষয়টি আদালতে বিচারাধীন।
 

510

শাহিদ আফ্রিদি
 'লেডি কিলার' নামে পরিচিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তার নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার বিতর্ক সকলের জানা। ২০০০ সালে করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে। ছিলেন আরও কয়েক জন পাক ক্রিকেটার। যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে, করাচির হোটেলে মেয়েরা তাদের অটোগ্রাফ নিতে এসেছিল। যদিও তা বলে বিতর্ক এড়াতে পারেননি পাক তারকা।
 

610

মোহাম্মদ আকরাম এবং সাকলাইন মুস্তাক
১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন দুই নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ আক্রাম এবং সাকলাইন মুস্তাক। সেই সময়ে ওখানকার বিখ্যাত এক স্ট্রিপ ক্লাবে তাদের ছবি প্রকাশ্যে আসে। সেখানে কয়েক জনের সঙ্গে মারপিটও হয় দুজনের। যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল পাক ক্রিকেটে।
 

710

নাথান লায়ন
অজি তারকা স্পিনার নাথান লায়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী মেল ওয়ার্নিং। ব্লগ অ্যাকউন্টে মেল ওয়ার্নিং লিখেছিলেন, অতিরিক্ত ওজন এবং মোটা হওয়ার কারণে তাকে ডিভোর্স দেন অস্ট্রেলিয়ান স্পিনার! অবশ্য এই ডিভোর্সের আগে থেকেই এম্মা ম্যাকার্থি নামের এক তরুণীর সঙ্গে ডেট করছিলেন লায়ন। এখনও তাদের প্রেম চলছে। আগের সংসারে তাদের দুটি বাচ্চাও আছে। এই খবর সামনে আসার পর যথেষ্ট সমালোচনা হয়েছিল অজি ক্রিকেটারের।

810

মাইক গেটিং
ইংল্যান্ড ক্রিকেট দলের দলের প্রাক্তন অধিনায়ক মাইক গেটিং জড়িয়েছিলেন বিতর্কে। লুইস শিপম্যান নামে এক নারীর সঙ্গে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল গ্যাটিংকে। যদিও সংবাদপত্রে প্রকাশিত সেই খবর অস্বীকার করেন ইংল্যান্ড অধিনায়ক। লুইস ছিলেন এক জন মদ বিক্রেতা। এই ঘটনার ফলে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল গেটিংকে।

910

ড্যারেল টাফি
কিউই ক্রিকেটাররাও বাদ যাননি যৌন নির্যাতনের অভিযোগ থেকে। ক্রিকেটার এবং ফোন। দুই যেন একে অন্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ফোন-বিতর্কে উঠে এসেছে একাধিক ক্রিকেটারের নাম। তেমনই একজন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার ড্যারেল টাফি। ২০০৫ সালে ২৩ বছরের এক তরুণীর সঙ্গে তার সেক্স ভিডিও ফাঁস হয়। যদিও পরে ওই নারী টাফিকে চেনেন না বলেই দাবি করেন ও বিতর্কে ধামাচাপা পড়ে।
 

1010

আসাদ রউফ
শুধু ক্রিকেটার নয়, তালিকায় রয়েছে একজন আম্পায়ারও। পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন এক ভারতীয় মডেল। তাদের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছিল। যদিও রউফ অভিযোগ অস্বীকার করেছিলন। কিন্তু ছবি প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল রউফকে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া
Recommended image2
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই: কে এল রাহুলের অপরাজিত শতরান, বড় স্কোর ভারতের
Recommended image3
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: পিছিয়ে গেলেন রোহিত শর্মা, ৪ বছর পর শীর্ষে বিরাট কোহলি
Recommended image4
IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, প্রথম একাদশে কারা?
Recommended image5
IND vs NZ ODI: রাজকোটেই সিরিজ জিততে চায় ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved