বিশ্ব মহামারী করোনা ভাইরাস হারিয়ে দিল আইপিএল, জানুন কীভাবে
First Published Dec 9, 2020, 6:32 PM IST
ভারতে ক্রিকেট যে শুধু একটা খেলা নয়, ভারতীয়দের রক্তে মিশে গিয়েছে ২২ গজরে লড়াই। তা একবার ফের প্রমাণিত করল এই দেশ। সঙ্গে গোটা বিশ্ব জুড়েও প্রমাণিত হল ক্রিকেটের জনপ্রিয়তা। করোনা আতঙ্কে যখন কাবু গোটা পৃথিবী। তখন করোনা ভাইরাসকে হেলায় হারিয়ে দিল আইপিএল। শুনে অবাক হচ্ছেন? জানুন কীভাবে করোনা ভাইরাসকে মাত দিল আইপিএল।

ভারত ক্রিকেট পাগল দেশ। ক্রিকেটের প্রতি আবেগ, ভালোবাসাটাই আলাদা ভারতীয়দের। তা আরও একবার প্রমাণিত হল। বিশ্ব মহামারী ভাইরাস করোনাকেও হারিয়ে দিল ভারতীয়রা।

চলতি বছরে করোনা ভাইরাস মহামারীতে কাবু গোটা বিশ্ব। মৃত ও আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। ভাইরাস নিয়ে আশার আলো দেখা গেলেও , মারণ রোগ কবে নিয়ন্ত্রণে আসবে তা অজানা সকলের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন