আগামি মরসুমে আইপিএলে দুটি নতুন দল, জানুন তালিকায় কোন কোন শহর
- FB
- TW
- Linkdin
নভেম্বর ১০ তারিখ শেষ হয়েছে আইপিএল ২০২০। পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরই পরের মরসুমের জন্য আইপিএলের প্রস্তুতি শুরুর করে দিয়েছিল বিসিসিআই। তারপর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ২০২১ আইপিএলে বাড়তে পারে দলের সংখ্যা।
জানা গিয়েছে, দুবাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সেক্রেটারি জয় শাহ বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন৷ বৃহস্পতিবার রাজ্য সংস্থা গুলিকে বোর্ডের এজিএম-এর অ্যাজেন্ডা হিসেবে আইপিএলে দু’টি নতুন দলের কথা উল্লেখ করেছে বিসিসিআই৷
২৪ ডিসেম্বর হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা৷ মুম্বইয়ের বিসিসিআই-এর হেড কোয়ার্টার মুম্বইয়ে বোর্ডের এজিএম-এ আইপিএলের নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হতে পারে৷
শোনা যাচ্ছে, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে আমদাবাদের দল পাওয়াটা প্রায় নিশ্চিত৷ আদানি গ্রুপের হাত ধরে আসতে পারে এই ফ্র্যাঞ্চাইজিটি৷ কারণ তারা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে৷
অপরটির ফ্র্যাঞ্চাইজিটির জন্য লড়াই হতে পারে কানপুর, লখনউ ও পুণের মধ্যে৷ দ্বিতীয় ফ্র্যাঞ্চাইটির জন্য আগ্রহ দেখিয়েছে আরপিজি প্রধান সঞ্জীব গোয়েঙ্কা৷ এর আগে রাইজিং পুণে সুপারজায়েন্টসের মালিক ছিলেন তিনি৷
এছাড়াও আলোচনা হবে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও৷ এছাড়াও তিন নতুন জাতীয় নির্বাচক এবং নতুন ভাইস-প্রেসডেন্ট নিয়েও আলোচনা হবে বার্ষিক সাধারণ সভায়৷
পাশাপাশি বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ ঠিক হবে এবার থেকে আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের তরফ থেকে কে প্রতিনিধিত্ব করবে। তবে জয় শাহের নাম একপ্রকার ঠিক হয়ে গিয়েছে।
তবে আইপিএলে আরও দুটি দল বাড়ার খবরে খুশি ক্রিকেট প্রেমিরা। ১০ দলের লড়াই আইপিএলের উন্মাদনা ও উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।