- Home
- Sports
- Cricket
- ব্যাটিং,বোলিং, ফিল্ডিং সবেতেই দরকার তার, জানুন তারকা ক্রিকেটারদের জুতোর ব্র্যান্ড ও দাম
ব্যাটিং,বোলিং, ফিল্ডিং সবেতেই দরকার তার, জানুন তারকা ক্রিকেটারদের জুতোর ব্র্যান্ড ও দাম
- FB
- TW
- Linkdin
বিরাট কোহলি
বিখ্যাত ক্রিকেটীয় সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ১০০ মিলিয়নের চুক্তি সাক্ষরিত হয়েছে। কোহলি যে জুতো পড়েন তার শুরু ২৫ হাজার টাকা থেকে।
এমএস ধোনি
অস্ট্রেলিয়ার বিখ্যাত সংস্থা কাস্টম ক্রিকেট শু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির জুতো প্রস্তুত করে। ধোনির জুতো দাম ২০ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত।
রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার পছন্দ অ্যাডিডাসের জুতো। ধোনি কোহলি তুলনায় রোহিতের জুতোর দাম অনেকটাই কম। রোহিত শর্মার জুতোর দাম ৭ হাজার টাকা।
অজিঙ্কে রাহানে
ভারতীয় ক্রিকেট তারকা অজিঙ্কে রাহানে আবার নাইকির জুতো পছন্দ করেন। রাহানের জুতোর দাম শুরু হয় ১৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ ২৫ হাজার টাকা।
কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুলের সঙ্গে বিখ্যাত সংস্থা পুমার চুক্তি রয়েছে। রাহুলকে তার যাবতীয় প্রয়োজনীয় জুতো এই সংস্থাই দিয়ে থকে।
যুবরাজ সিং
ক্রিকেটকে বিদায় জানালেও প্রাক্তন তারকা যুবরাজও সিং রিবক ও পুমার জুতো পছন্দ করেন। তার জুতোর দাম ১৫ হাজার টাকা থেকে ২৯ হাজার টাকা পর্যন্ত।