আইপিএলে সব থেকে বেশি মেডেন ওভার করেছেন কোন বোলার, দেখুন তালিকা
আইপিএল মূলত দর্শকদের বিনোদনের জন্য। আর দর্শকরা বেশি আনন্দিত হন ব্যাটসম্যানদের চার-ছয় দেখে। ফলে প্রথম থেকেই আইপিএলকে ব্যাটসম্যানদের খেলা হিসেবে তকমা দেওয়া হয়। কিন্তু আইপিএলে বোলাররা যে তাদের কৃতিত্ব দেখাননি এমনটা নয়। উইকেট তো নিয়েছেন একসঙ্গে মেডেন ওভার বল করে সকলের নজরও কেড়েছেন। কারণ টি২০ ক্রিকেটে মেডেন ওভার বল করা সত্যিই খুব একটা দেখা যায়না। সেখানে যারা এি কাজ এক নয় একাধিকবার করেছেন তারা সত্যিই কৃতিত্বের দাবি রাখে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এই সব পরিসংখ্যান তো চলছে চলবে। কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মেডেন ওভার কারা করেছেন সেই পরিসংখ্যান।
- FB
- TW
- Linkdin
১. প্রবীণ কুমার- ১৪টি মেডেন ওভার, ১১৯টি ম্যাচ
২. ইরফান পাঠান- ১০টি মেডেন ওভার, ১০৩টি ম্যাচ
৩. ধবল কুলকার্নি, ৮টি মেডেন ওভার, ৯০টি ম্যাচ
৪. লাসিথ মালিঙ্গা, ৮টি মেডেন ওভার, ১২২টি ম্যাচ
৫. সন্দীপ শর্মা, ৮টি মেডেন ওভার, ৭৯টি ম্যাচ
৬. ভুবনেশ্বর কুমার, ৮টি মেডেন ওভার, ১১৭টি ম্যাচ
৭.ডেল স্টেইন, ৭টি মেডেন ওভার, ৯২টি ম্যাচ
৮. অমিত মিশ্র, ৬টি মেডেন ওভার, ১৪৭টি ম্যাচ
৯. হরভজন সিং, ৬ মেডেন ওভার, ১৬০টি ম্যাচ
১০. মুনাফ প্যাটেল, ৫টি মেডেন ওভার, ৬৩টি ম্যাচ