- Home
- Sports
- Cricket
- আইপিএল খেলতে গিয়ে মেয়ের সঙ্গে বালি মাখলেন রোহিত, আর কে কী করলেন, ছবি প্রকাশ মুম্বইয়ের
আইপিএল খেলতে গিয়ে মেয়ের সঙ্গে বালি মাখলেন রোহিত, আর কে কী করলেন, ছবি প্রকাশ মুম্বইয়ের
- FB
- TW
- Linkdin
স্ত্রী কন্যা সহ সমু্দ্র স্নানের মজা উপভোগ করলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে খুশি হিটম্যান।
একা না একাধিক ছবিতে পরিবারের সঙ্গে বিন্দাস মুডে ধরা দিলেন রোহিত শর্মা ও রীতিকা শাজদে। পরিবার সহ উপভোগ করলেন দিনটি।
রোহিত শর্মার মেয়ে সামাইরাও হোটেলের বন্দি জীবনের বাইরে খোলা পরিবেশ পেয়ে তার মত করে আনন্দ করল সমুদ্র সৈকতে।
পরিবার না থাকলেও সমুদ্র তটে খোশ মেজাজে পাওয়া গেল দলের অন্যতম তারকা পেস বোলার জসপ্রীত বুমরাকে। বুমরার লুকসও ছিল নজরকাড়া।
শুধু বুমরাই নয়, ধবল কুলকার্নিও তার স্ত্রী ও সন্তান সহ সমুদ্র স্নানের মজা নিলেন। ছুটির মেজাজে করলেন ফটোশুটও।
আদিত্য তারেও উপভোগ করলেন সি বিচে। সন্তানের সঙ্গে মজার খেলাও খেলতে দেখা গেল আদিত্য তারে ও তার স্ত্রীকে।
রোমান্টিক মুডে পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা সূর্যকুমার যাদবকে। মনের মানুষের সঙ্গে জমিয়ে উপভোগ করলেন সমুদ্র স্নান।
আদিত্য তারে ও ধবল কুলকার্নিরা একসঙ্গেও করলেন ফটো সেশন। একে অপরের সঙ্গেও আনন্দে মাতলেন তারা।
সুর্যকুমার যাদব কঠিন অনুশীলনের বাইরে যে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছিলেন এই ছবি তারই প্রমাণ।
ধবল কুলকার্নিও সমুদ্রের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। ফের অনুশীলনে ফেরার আগে উপভোগ করলেন প্রতিটি মুহূর্ত।
শুধু স্নানই নয় সুন্দর তটে বিচ ফুটবলও খেললেন মুম্বই ইন্ডিয়ান্স দলের প্লেয়াররা। আনন্দের মাঝে কিছুটা গা ঘামিয়ে নিলেন তারা।
এই ছবিটি রোহিত শর্মা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। বেলা শেষে সমুদ্রের মনোরম দৃশ্য মন কেড়েছে সকলের।