ধোনি, বিরাট থেকে রোহিত, ভারতীয় ক্রিকেটারদের 'হানিমুনের' অদেখা ছবি, যা অবাক করবে আপনাকেও
First Published Dec 1, 2020, 10:31 PM IST
ভারতে ক্রিকেটারদের সেলিব্রেটির মর্যাদা দেওয়া হয়। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার বিষয়ে ফ্য়ানেদের কৌতুহল কম নয়। প্রেম, বিয়ে থেকে সাংসারিক জীবন প্রিয় তারকাদের সবকিছুর বিষয়েই জানতে চান ভক্তরা। আজ আপনাদের জানাবো ভারতের তারকা ক্রিকেটাররা বিয়ের পর হানিমুনে কোথায় গিয়েছিলেন সেই বিষয়ে। একইসঙ্গে হানিমুনের অদেখা কিছু ছবি দেখব আমরা।

বিরাট কোহলি-
ভারতীয় ক্রিকেটের সবথেকে চর্চিত জুটি ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউডের তারকা অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই তারকা জুটি একাধিক বার বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছিলেন। তবে ২০১৭ সালে বিয়ের পর ফিনল্য়ান্ডে হানিমুনে গিয়েছিলেন বিরুষ্কা।

এমএস ধোনি-
ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষী সবসময় চর্চাতে থাকেন। ২০১০ সালে বিয়ে হয় ধোনি-সাক্ষীর। বিয়ের পর তারা হানিমুনে গিয়েছিলেন গোয়াতে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন