পুজারার ব্যাথা কমবে কোন ওষুধে, বলে দিল তিন বছরের ক্ষুদে চিকিৎসক
ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে এক দিক থেকে ঢাল হয়ে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের আগুনে বোলিং মোকাবিলা করে গিয়েছেন চেতেশ্বর পুজারা। শরীরের অঙ্গে অঙ্গে ব্যাথা নিয়েও ভারতের জয়ের পুথ সুগম করেছেন পুজারা। গিল, পন্থদের পাশাপাশি পুজারার অদম্য ধৈর্যশীল ব্যাটিংও প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেছেন পুজারা। এখন ব্যাথায় কাতর তিনি। তবে পুজারার ব্যাথার চিকিৎসা বলে দিয়েছেন তার ছোট্ট মেয়ে অদিতি। যেই ওষুধে অনায়াসেই কমবে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের দেওয়া আঘাত।
- FB
- TW
- Linkdin
ব্রিসবেনে শেষ দিনে একদিকে যেখানে দ্রুত রান তুলছিলেন শুভমান গিল, রাহানে, পন্থরা। ঠিক তখন অপরদিক রক সলিড হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন চেতশ্বর পুজারা। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের আগুনে বোলিং মোকাবিলা কেরছেন তিনি। একের পর এক বল আছড়ে পড়েছে পুজারার গায়ে,মাথায় পিঠে,বুকে। তবু সহজ উইকেট দিয়ে আসেননি ভারতের মিডল অর্ডারের স্তম্ভ।