- Home
- Sports
- Cricket
- কখনও লাল শাড়ি, কখনও কালো কুর্তা, হট ও বোল্ড লুকসে নেট দুনিয়ায় ঝড় তুলছেন হাসিন জাহান
কখনও লাল শাড়ি, কখনও কালো কুর্তা, হট ও বোল্ড লুকসে নেট দুনিয়ায় ঝড় তুলছেন হাসিন জাহান
- FB
- TW
- Linkdin
সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় হাসিন জাহান। একের পর এক ছবি শেয়ার করেন তিনি। যার জন্য কখনও প্রশংসিত হন। কখনও আবার ট্রোলডের শিকারও হতে হয় তাকে।
হাসিন জাহান সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন। যেখানে লাল রঙের শিফন শাড়িতে দেখা যায় তাকে। ভিডিওটিতে সত্যিই খুবই সুন্দরী লাগছিল হাসিনকে।
ভিডিওটিতে শেয়ার করার মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। লাল শাড়িতে খুব হটও দেখাচ্ছিল হাসিনকে। অনেকেই প্রশংসা করেন। অনেক তো আবার সোশ্যাল মিডিয়াতেই প্রেম নিবেদন করে বসেন।
কিন্তু এই ভিডিওতেও শামি প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। ৩ সেপ্টেম্বর শামির জন্মদিনে কেনও তাকে শুভেচ্ছা জানাননি হাসিন, তার কারণ জানতে চান এক জন।
তারপর গাড়ির ডিকিতে বসে একটি ছবি শেয়ার করেন হাসিন জাহান। যেখানে জিন্স ও টপ পড়েছেন তিনি। এই ছবিটিতেও হাসিনকে দেখতে খুবই হট ও বোল্ড দেখায়।
যদিও এই ছবিটিতেও নেটাগরিকরা হাসিনকে ট্রোল্ড করা থেকে বিরত থাকননি। নানা বিষয়ে প্রশ্ন করা হয় হাসিনকে। যদিও কোনও উত্তর পাওয়া যায়নি।
সম্প্রতি কালো কুর্তা পড়ে হাসিন জাহান আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেই ছবিটিতে খুবই হট,বোল্ড ও সেক্সি দেখাচ্ছে তাকে। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এই ছবিটিতে তার ভক্তরা সরাসরি তাকে 'হট, সেক্সি' বলে কমেন্ট করেন। অনেকে তো প্রপোজও করেন তাকে। ট্রোলডও করেন অনেক নেটাগরিক।
এছাড়াও নানা সময় নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন হাসিন জাহান। প্রশংসিতও হয়েছে তিনি।
কখনও কখনও হাসিন জাহানের হট ছবি সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হয়েছে। নানাভাবে টিপ্পনি কেটেছেন নেটিজেনরা।
সম্প্রতি আইপিএল খেলতে গিয়ে আরব আমিরশাহি থেকে মেয়েকে দীর্ঘদিন দেখতে না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন মহম্মদ শামি। কিন্তু অপরদিকে হাসিন যে ভাবে একের পর এক নিজের ছবি শেয়ার করছেন, তাতে হাসিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।