MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • প্রতিটি দলেই একাধিক পরিবর্তন, দেখে নিন মরুদেশে আইপিএলের ৮ দলের পুরো স্কোয়াড

প্রতিটি দলেই একাধিক পরিবর্তন, দেখে নিন মরুদেশে আইপিএলের ৮ দলের পুরো স্কোয়াড

ভারতের মাটিতে শুরু হয়েছিল আইপিএল ২০২১। কিন্তু করোনা অতিমারীর কারণে মাঝ পথে প্রতিযোগিতা বন্ধ করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এবার আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হতে চলেছে আরব আমিরশাহিতে। মাঝপথে পথে আইপিএল শুরু হওয়ায় প্রতিটি দলেই হয়েছে একাধিক পরিবর্তন। নতুন স্কোয়াডও ঘোষণা করেছে আইপিএলের আটটি দল। এক নজরে দেখে নেওয়া যাক দলগগুলি। 

3 Min read
Sudip Paul
Published : Aug 28 2021, 06:12 PM IST| Updated : Aug 28 2021, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্ব। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ইতিমধ্যেই একাধিক দল পৌছে গিয়েছে মরুদেশে। কোয়ারেন্টাই পর্ব শেষ করে শুরু করে দিয়েছে অনুশীলন।
 

210

২০২১- মরসুমের আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি দলই কোনও না কোনও প্লেয়ারকে পাচ্ছে না। যেই কারণে একাধিক দলকে পড়তে হচচ্ছে সমস্যায়। তাই মাঝ মরসুমে নতুন প্লেয়ারদেরও সই করিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।
 

310

রোহিত শর্মা (c), অ্যাডাম মিলনে, আদিত্য তারে, আনমোলপ্রীত সিং, অনুকুল রায়, অর্জুন টেন্ডুলকার, ক্রিস লিন, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ড্য, ইশান কিষান, জেমস নিশাম, জাসপ্রিত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জানসেন , মহসিন খান, নাথান কুল্টার-নীল, পীযূষ চাওলা, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, যুধবীর সিং।
 

410

মহেন্দ্র সিং ধোনি (c), সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, এন জগদিসান, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কওয়াড , শার্দুল ঠাকুর, স্যাম কুরান, আর সাই কিশোর, মeenন আলী, কে গৌতম, চেতেশ্বর পূজারা, হরিশংকর রেড্ডি, ভাগথ বর্মা, সি হরি নিশান্ত।
 

510

বিরাট কোহলি (c), এবি ডি ভিলিয়ার্স, দেবদত্ত পাড়িকল, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, জর্জ গার্টন, ওয়াশিংটন সুন্দর, পাভান দেশপান্ডে, টিম ডেভিড, শাহবাজ আহমাদ, নবদীপ সায়নী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাইল জ্যামিসন, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, শচীন বেবি, মোহাম্মদ আজহারুদ্দীন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কেএস ভারত, সুয়াশ প্রভুদেসাই, দুশমন্ত চামেরা, হর্ষল প্যাটেল
 

610

ইয়ন মরগান (c), দীনেশ কার্তিক, শুভমান গিল, নীতিশ রানা, টিম সেফার্ট, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুলদীপ যাদব, শিবম মাভি, লকি ফার্গুসন, টিম সাউদি, কমলেশ নগরকোটি, সন্দীপ ওয়ারিয়ার, প্রসিদ কৃষ্ণা, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা, হরভজন সিং, করুণ নায়ার, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার, পবন নেগি।

710

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (c), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়েনিস, ক্রিস ওকস, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ললিত যাদব, প্রবিন দুবে, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে, ইশান্ত শর্মা , আবেশ খান, স্টিভ স্মিথ, উমেশ যাদব, রিপাল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, টম করন, স্যাম বিলিংস।
 

810

ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (c), বিরাট সিং, মণীশ পান্ডে, প্রিয়ম গর্গ, ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, জেসন রায়, শ্রীভাত গোস্বামী, বিজয় শংকর, মোহাম্মদ নবী, কেদার যাদব, জে সুচিত, জেসন হোল্ডার, অভিষেক শর্মা , আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, টি নটরাজন, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি, শাহবাজ নাদিম, মুজিব উর রহমান।

910

সঞ্জু স্যামসন (c), জস বাটলার, বেন স্টোকস, যশস্বী জয়সওয়াল, মানান ভোহরা, অনুজ রাওয়াত, রিয়ান পরাগ, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, মহিপাল লোমর, শ্রেয়াস গোপাল, মায়াঙ্ক মার্কান্ডে, গ্লেন ফিলিপস, তবরায়েজ শামসি, জয়দেব উনাদকাট , কার্তিক ত্যাগী, শিবম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদীপ যাদব, আকাশ সিং।
 

1010

কেএল রাহুল (c), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মনদীপ সিং, প্রবসিমরন সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, দীপক হুডা, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোয়, হরপ্রীত ব্রার, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, hanশান পোরেল, দর্শন নলকান্দে , ক্রিস জর্ডান, দাউদ মালান, আদিল রশিদ, শাহরুখ খান, নাথান এলিস, মোইসেস হেনরিক্স, জলজ সাক্সেনা, উত্তর্ষ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
Recommended image3
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
Recommended image4
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
Recommended image5
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved