- Home
- Sports
- Cricket
- কঠোর অনুশীলন থেকে খুনশুটি, প্রস্তুত হচ্ছে দিল্লি ক্যাপিটালস, দেখুন ধওয়ান-ইশান্তদের ফ্রেমবন্দি মুহূর্ত
কঠোর অনুশীলন থেকে খুনশুটি, প্রস্তুত হচ্ছে দিল্লি ক্যাপিটালস, দেখুন ধওয়ান-ইশান্তদের ফ্রেমবন্দি মুহূর্ত
আইপিএলের এক যুগ পেরিয়ে গেলেও এখনও ট্রফি অধরা দেশের রাজধানীর দলের। তবে এই বছর কোচ রিকি পন্টিং ও তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়রের হাত ধরে প্রথমবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। আরবের প্রচন্ড গরম উপেক্ষা করেই চলছে দলের অনুশীলন। পাশাপাশি জিমেও গা ঘামাচ্ছেন প্লেয়াররা। একইসঙ্গে নিজেদের মধ্যে রিল্যাক্স টাইমও উপভোগ করছেন ধওয়ান, ইশান্ত, পৃথ্বীরা।
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ানরা বরাবর সবকিছু কঠোরভাবে পালন করে থাকেন। তাই অনুশীলনেও খুব সিরিয়াস কোচ রিকি পন্টিং। অনুশীলনের শুরুতেই দলের সকলকে তাদের কর্তব্য, দায়িত্ব সম্পর্কে অবহিত করিয়ে দেন তিনি।
অনুশীলনে ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব কিছুই নিজের হাতে দেখছেন প্রাক্তন অজি অধিনায়ক। নিজেও প্লেয়ারদের সঙ্গে উপভোগ করছেন অনুশীলন।
গরমের কারণে সূর্যাস্তের পরেই অনুশীলন করছে দিল্লি ক্য়াপিট্যালস। রাতে অনুশীলনে কিছুটা স্বস্তি পাচ্ছেন প্লেয়াররা।
দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় খুশি সকলেই। তাই অনুশীলনে একশো শতাংশ দেওয়ার চেষ্টাটাই করছেন সকল প্লেয়াররা।
একসঙ্গে তিনটি নেটে চলছে ব্যাটিং অনুশীলন। চুটিয়ে ব্যাটিং অনুশীলন করছেন সকল প্লেয়াররা। নিজেদের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া সকলেই।
নেটে পুরো দমে বোলিং অনুশীলন করতে দেখা গেল দলের দলের তারকা পেস বোলার ইশান্ত শর্মা সহ অন্যান্যদের। দিল্লি দলের এবছর বড় ভরসা ভারতীয় পেসার।
শুধু ব্যাটিং বোলিং নয়, ফিটনেসের জন্য জিম সেশনেও জোর দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস দলের ফিজিক্যাল ট্রেনাররা।
এই আইপিএলে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া পৃথ্বী শ। তাই নিজেকে একশো শতাংশ ফিট রাখতে জিমেও গা ঘামাচ্ছেন তিনি।
যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন অধিনায়ক শ্রেয়স আইয়রও। তাকেও জিমে দেখা গেল ওয়েট লিফটিং করতে। পুরো মরসুম দলকে ব্যাট রান দিতেও বদ্ধপরিকর তিনি।
দলের অন্যান্য তারকারাও একইভাবে জোর দিচ্ছেন শারীরিক ফিটনেসের উপর। প্রতিদিন সকলেই নিয়ম করে করছেন শারীরিক কসরত।
কঠোর অনুশীলনের মাঝে খোশ মেজাজেও পাওয়া গেল দিল্লি ক্যাপিটালসের প্লেয়ারদের। একে অপরের সঙ্গে মজা করার পাশাপাশি ফটো সেশন রলে শিখর ধওয়ান ও পৃথ্বী শ।
খোশ মেজাজে পাওয়া গেল শিখর ধওয়ান ও ইশান্ত শর্মাকেও। একইসঙ্গে গোটা দল যে আইপিএলের লড়াইয়ের জন্য প্রস্তুত তাও বোঝা গেল দিল্লি প্র্যাকটিস সেশনে।