প্রথম দেখাতেই প্রেম,বিয়ে, অবশেষে দুই থেকে তিন, ছবিতে ফিরে দেখা বিরাট-অনুষ্কার প্রেম কাহিনি
First Published Jan 11, 2021, 6:40 PM IST
২০১৪ -তে অনুষ্কার সঙ্গে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছিলেন বিরাট কোহলি। ২০১৭-তে বিয়ে। অবশেষে ২০২১-এ এসে দুই থেকে তিন হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কন্যা সন্তানের বাবা-মা হলেন বিরুষ্কা। সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি। এই বিশেশ আনন্দের দিনে আরও এক ঝলকে ফিরে দেখা বিরুষ্কার প্রেম, বিয়ে থেকে বাব-মা হওয়ার যাত্রাপথ।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। প্রথম দেখাতেই বিরাট ক্লিন বোল্ড হয়ে যান। একটি সাক্ষাৎকারে বিরাট জানিয়েছিলেন, প্রথম দেখার পর কথা বলতেও ইতস্তত বোধ করছিলেন তিনি। অনুষ্কার আত্মবিশ্বাস দেখে বোকা বনে গিয়েছিলেন বিরাট।

ওই অ্যাড শুটিংয়ের পর থেকেই দুজনের যোগাযোগ বাড়তে থাকে। বন্ধুত্ব থেকে তা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। সম্পর্ক শুরু হওয়ার পর থেকে সেই অর্থে কোনওদিনই তা গোপন করেননি দুই তারকা। তা সে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বিরাট সটান অনুষ্কার বাড়িতে দেখা করতে যাওয়া হোক, বা বিরাটের একাধিক খেলায় অনুষ্কার উপস্থিতি। সব ছিল জলের মতই পরিষ্কার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন