সচিন থেকে কোহলি, ৪০তম জন্মদিনে ধোনিকে শুভেচ্ছা বার্তা ভারতীয় ক্রিকেটারদের
- FB
- TW
- Linkdin
২০১১ বিশ্বকাপের ফাইনালের জয়ের মুহূর্তের ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকর লিখেছেন, ' সহকর্মী, অধিনায়ক এবং বন্ধু। শুভ জন্মদিন মাহি, সুখ এবং সুস্বাস্থ্যে ভরা এক দুর্দান্ত বছর কামনা করছি।
ধোনির উত্তরসূরি তথা টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় মাহির সঙ্গে ২০১১ বিশ্বকাপ জয়ের ছবি পোস্ট করলেন। ছোট্ট করে লিখলেন 'শুভ জন্মদিন স্কিপ।'
ধোনির জন্মদিনে রায়নার টুইট,'তুমি আমার বন্ধু, দাদা, মেন্টর। একজনের পক্ষে যা যা দেওয়া সম্ভব, সবটাই তুমি আমাকে দিয়েছ। ঈশ্বরের কাছে তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করি।'
মজাদার টুইটে বীরেন্দ্র শেহওয়াগও লেখেন,'মহেন্দ্র কথার অর্থ আকাশের রাজা। ধোনি আকাশে বড় বড় ছক্কা হাঁকিয়ে আকাশকে তো খুশি করেইছে। মাটির উপর এতো মানুষের ভালবাসা অর্জন করে মাটিকেও খুশি করেছে। এই ধরনের ক্রিকেটার এক যুগে একবারই আসে।'
ক্রিকেটার উমেশ যাদব বলেছেন, 'অন্যতম সেরাকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক লোকের জন্য অনুপ্রেরণা। মাহি ভাই।'
যুজেন্দ্র চাহাল টুইট করে বলেছেন, 'এটি এমন একটি অনুভূতি যা সর্বদা আমার থাকবে। কিংবদন্তির প্রতি সালাম। শুভ জন্মদিন মাহি ভাই।'
হার্দিক পান্ডিয়া টুইট করে বলেছেন,'আমার চিরন্তন ভালবাসা এবং আমার সেরা বন্ধু, শুভ জন্মদিন মাহি ভাই। শুধুমাত্র আপনার জন্য ভালবাসা।'
মহম্মদ কাইফ বলেছেন, 'দাদা কীভাবে জিততে হয় তা আমাদের তরুণদের শিখিয়েছিলেন এবং ধোনি সেটিকে নিজের অভ্যাসে পরিণত করেছিলেন। দুই মহান নেতার জন্ম একদিনের ব্যবধানে আসে। যিনি ভারতীয় ক্রিকেটকে নতুন রূপ দিয়েছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা।'
ইশান্ত শর্মা বলেছেন,'মাহি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। একজন অধিনায়ক ও দুর্দান্ত বন্ধু। আপনার আগামি দিন খুব ভালো কাটুক।
জন্মদিনে ধোনির এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন সকলেই। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান পেজ থেকে সামনে আসে। ছবিতে দেখা যায় ধোনির যে নতুন লুক রেখেছেন সেই গোঁফ আরও একটু বৃদ্ধি পেয়েছে। কালো রঙের টি শার্টে একটি জন্মদিনের শুভেচ্ছা জানানোর কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাহি। যেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।