ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ,শোক প্রকাশ সচিন,সৌরভ,কোহলিদের
- FB
- TW
- Linkdin
“ঋষিজির মৃত্যু আমার কাছে অত্যন্ত দুঃসংবাদ। ওঁর সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। যতবার আমাদের দেখা হয়েছে ততবার আন্তরিকতা দেখিয়েছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। নীতুজি এবং রণবীর-সহ পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই।”- সচিন তেন্ডুলকর
"একটি জীবন .. পুরোপুরি ও সুখী জীবনযাপন .. অন্য কোনও কিছুর পরোয়া নয় ..। দুজনকেই মিস করব।"- সৌরভ গঙ্গপাধ্যায়
‘আমার ছোটবেলার নায়ক চলে গেলেন। আত্মার শান্তি কামনা করি।’- অনিল কুম্বলে
“ওঁর সঙ্গে সবসময় হাসিখুশিতেই সময় কাটত। নীতুজি, রণবীর এবং ঋদ্ধিমার প্রতি আমার সমবেদনা। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।” - রবি শাস্ত্রী
“এটা অবিশ্বাস্য, অবাস্তব। গতকাল ইরফান খান আর আজ ঋষিজি! আজ একজন কিংবদন্তির প্রয়াণ হল। এটা মেনে নিতে পারছি না। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।” - বিরাট কোহলি
"এই খবর হৃদয়বিদারক। ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।”- শিখর ধাওয়ান
"খুব খুব দুঃখিত ঋষি কাপুর জি-র প্রয়াণের খবরে। সবে ইরফানের খানের মৃত্যুর খবর এসেছিল। সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।"-রবিচন্দ্রন অশ্বিন
"ঋষি কাপুরজির মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। আরও এক কিংবদন্তী অভিনেতাকে হারাল বলিউড। পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করি।"- ইশান্ত শর্মা
"ঋষি কাপুরজির চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি।"- বীরেন্দ্র সেওয়াগ
"ঋষি কাপুরজির মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। ওনার পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাই।"- ভিভিএস লক্ষ্মণ
"সকালে উঠেই এই দুঃসংবাদ শুনি। ঋষিজির আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।"-হরভজন সিং
"দুদিনে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের দুজন দুর্দান্ত অভিনেতা। যেখানেই থাকুন তারা সেকানেই আনন্দ ছড়িয়ে দেবেন। ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করি।"- সুরেশ রায়না
"ঘুম থেকে উঠেই এই হৃদয়বিদারক খবরটি শুনি। শোনার পর থেকেই আমি কথা বলার ভাষা হারিয়েছি। ঋষি কাপুরজির আত্মার শান্তি কামনা করি"- মহম্মদ কাইফ
"বিশ্ব চলচ্চিত্রের খুব কঠিন সময়। ঋষি কাপুরের প্রয়াণে একটা যুগের অবসান হল। আপনি সর্বদা সকলের হৃদয়ে থাকবেন। কাপুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।"- ওয়াকার ইউনিস