কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী খেলেন রাতে, ঘুমই বা কেমন হল, কী জানাচ্ছে হাসপাতাল
শনিবারই সকলের উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকলের মহারাজ। সেই খবর ছড়িয়ে পড়া মাত্রই ভক্তদের মনে তৈরি হয়েছিল আতঙ্ক। তবে বিকেলের মধ্যে ধীরে ধীরে স্থিতিশীল হন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে কেমন আছেন তিনি, কী জানাচ্ছে হাসপাতাল...
- FB
- TW
- Linkdin
শনিবারই হাসপাতালে ভর্তি করা হয় বিসিসিআই সভাপতী বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হার্টে ব্লকেজের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে সন্ধ্যের পর খানিকটা শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন রাতে সৌরভ খান ফল, টোস্ট ও স্ট্রু। কথাও বলেন মাঝে মধ্যে।
রাতে ভালো ঘুম হয়েছে তাঁর, বলেও জানানো হয় হাসপাতালের তরফ থেকে। দেওয়া হয়েছে ২ লিটার অক্সিজেন।
বর্তমানে শরীরের রক্তচাপ, পালসরেট ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তাই খুব একটা উদ্বেগের কারণ নেই।
আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকালে ডাক্তারেরা সৌরভকে পরীক্ষা করেই সিদ্ধান্ত নেবেন।
শনিবার বিকেলে মহারাজকে দেখতে এসেছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী, রাজপালসহ আরও অনেকে। সকলের সঙ্গেই কম বেশি কথা বলেন তিনি।