এবার কি মঙ্গল গ্রহে হতে চলেছে ক্রিকেট ম্যাচ, ভাইরাল আইসিসির ট্যুইট
এবার কি পৃথিবার গণ্ডি পেরিয়ে ক্রিকেট পারি দিতে চলেছে অন্য গ্রহে। লাল গ্রহ মঙ্গলে কি বসতে চলেছে কোনও ক্রিকেট প্রতিযোগিতা। আইসিসির একটু ট্যুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
17

এবার ক্রিকেট পৃথবিরা গণ্ডি পেরিয়ে ক্রিকেট পারি দিতে চলেছে লাল গ্রহে। আইসিসির একটি ট্যুইট ঘিরে প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।
27
আদতে, শুক্রবার নাসা মঙ্গল গ্রহে সফলভাবে অবতরন করতে চলেছে। আগামি দুই বছরে লাল গ্রহে পরীক্ষা নিরীক্ষা চালাবে নাসার রোবট।
37
নাসাকে শুভোচ্ছা জানাতে এক অভিনব উদ্যোগ নেয় আইসিসি। লাল গ্রহে কাল্পনিক ২২ গজ তৈরি করে তা শেয়ার করে ট্যাগ করে নাসাকে।
47
সেই পোস্টে আইসিসির তরফ থেকে লেখা হয়, ‘টসে জিতলে নাসা আগে ব্যাট করবে, না বল করবে?’ যেই ট্যুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়।
57
সেই ছবিতে দেখা যায় লাল গ্রহে ২২ গজ, রয়েছে মহাকাশ যান থেকে , নাসার রোবটও। দেখে এক ঝলকে মনে হতেই পারে ২২ গজের যুদ্ধের জন্য তৈরি লাল গ্রহ।
67
মজার এই টুইটে ক্রিকেট প্রেমীরা লিখেছেন, ‘মঙ্গলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এখানে টস করতে গেলে কয়েন মাটিতে পড়বে না’।
77
নাসাকে শুভেচ্ছা জানাতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এহেন অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে নেট দুনিয়া।
Latest Videos