দিন-রাতের পিঙ্ক বল টেস্টের আগে কতটা তৈরি ভারত, ছবিতে দেখুন টিম ইন্ডিয়ার অনুশীলন
প্রথম টেস্টে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে একতরফাভাবে জয়ের পর এবার লড়াই পিঙ্ক বল টেস্টের (Pink Ball Test)। বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টের (Day Night Test)আগে গোলাপী বলে অনুশীলন করলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। কেমন হল টিম ইন্ডিয়ার (Team India)অনুশীলন দেখুন ছবি।
| Published : Mar 10 2022, 08:29 PM IST / Updated: Mar 10 2022, 08:31 PM IST
- FB
- TW
- Linkdin
১২ তারিখ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিন রাতের এই পিঙ্ক বল টেস্টকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গোলাপী বলে খেলার আগে সেই বলে অনুশীলন সারল ভারতীয় দল। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
অনুশীলন শুরুর আগে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ট্রেনিং সারেন। ওয়ার্ম থেকে ফিটনেস ট্রেনিং সব কিছুতেই খোশ মেজাজে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটারদের। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
আমরা সকলেই জানি যে লাল বলের থেকে গোলাপী বলে ব্য়াট করা একটু বেশি কঠিন। এই কারণেই বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টের আগে নেটে বাড়তি গাম ঝড়াতে দেখা গেল ভারতীয় ব্য়াটসম্যানদের। ব্য়াটিং হোক আর বোলিং সব বিভাগই অনুশীলনে কোনও খামতি রাখেননি। সকলেই নিজেদের সেরাটা উজার করে দিয়েছেন। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে চলে ভারতীয় দলের গোলাপী লে অনুশীলন। সকলের ভুল ধরিয়ে দেওয়া পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন ভারতীয় কোচিং স্টাফরা। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
২০১৯ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার ফের এক পিঙ্ক বল টেস্ট সেঞ্চুরির খরা কাটানো লক্ষ্য কোহলির। সেই লক্ষ্যে অনুশীলনে নেটে নিজের সেরাটা উজার করে দিলেন বিরাট কোহলি। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেলেও খুব একটা দাগ কাটতে পারেননি জয়ন্ত যাদব। সেই কারণে দ্বিতীয় ম্য়াচে প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে অনুশীলনে কোনও খামতি রাখেননি জয়ন্ত যাদব। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
চোট সারিয়ে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টে ফের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা প্রবল অক্ষর প্যাটেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট অনবদ্য পারফর্ম করেছিলেন তিনি। এবার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে অনুশীলনে ঘাম ঝরালেন বাঁ-হাতি স্পিনার। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
মহম্মদ সিরাজকেও দেখা যায় অনুশীলনে বাড়তি প্রচেষ্টা করতে। পিঙ্ক বল টেস্ট পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। ফলে যদি ৩ পেসারের খেলার সিদ্ধান্ত নেয় টিম ম্য়ানেজমেন্ট তাহলে নিজেদেস পুরোপুরি প্রস্তুত রাখছেন সিরাজ। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
উমেশ যাদবও নিজের যাবতীয় অস্ত্র ঝালিয়ে নেন বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টের আগে। দলে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন উমেশ। বাংলাদেশের বিরদ্ধে ভারতের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্টেও অনবদ্য বোলিং করেছিলেন উমেশ। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার
মায়াঙ্ক আগরওয়ালও প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান করতে পারেননি। পিঙ্ক বলে লড়াইটা যে কঠিন হবে তা জানা ভারতীয় ওপেনারের। তাই অনুশীলনে নেটে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা যায় মায়াঙ্ক আগরওয়ালকে। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার