- Home
- Sports
- Cricket
- প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোন কোন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া ও ক্রিকেটাররা, দেখে নিন এক ঝলকে
প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোন কোন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া ও ক্রিকেটাররা, দেখে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
ভারত বনাম শ্রীলঙ্কার মোহালিতে প্রথম টেস্টে জয়ের সঙ্গে ঘরের মাঠে লঙ্কান লায়ন্সদের বিরুদ্ধে অপরাজেয় তকমা ধরে রাখল টিম ইন্ডিয়া। ভারতে দুই দলের মধ্যে ২১টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ১২টি ম্যাচ জিতেছে ভারত আর ৯টি ম্যাচ ড্র হয়েছে। শ্রীলঙ্কা দল একবারও ভারতে টেস্ট ম্যাচ জিততে পারেনি।
ভারত বনাম শ্রীলঙ্কার দুই দেশের মধ্যে টেস্ট ম্য়াচের ইতিহাসে এটি ছিল ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে নাগপুর টেস্ট ২০১৭ সালে সবথেকে বড় ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ওই ম্য়াচ ২৩৯ রানে জিতেছিল ভারত।
ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রবিবার টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন। কিংবদন্তী কপিল দেবকে টপকে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অশ্বিন। অশ্বিনের বর্তমানে টেস্ট উইকেট সংখ্যা ৪৩৬। যেখানে কপিল দেব তার কেরিয়ারে ৪৩৪ উইকেট নিয়েছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে ৬১৯টি।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন ৯ নম্বরে উঠে এসেছেন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। তার ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। একইসঙ্গে দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, যার নামে ৭০৮টি টেস্ট উইকেট রয়েছে। তালিকায় ৪ নম্বরে ৬১৯ উইকেট নিয়ে রয়েছেন অনিল কুম্বলে। ৪৩৬ উইকেট নিয়ে এই তালিকায় ৯ নম্বরে রয়েছেন অশ্বিন। ৪৩৪ উইকেট নিয়ে দশে কপিল দেব।
প্রথম টেস্ট ব্য়াট হাতে ১৭৫ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা বিশ্বের ষষ্ঠ বোলার অলরাউন্ডার হয়ে নতুন কৃতিত্ব অর্জন করেছেন এই। তিনি একটি ম্যাচে ১৫০ রানের বেশি স্কোর করেছেন এবং ৫ উইকেটও নিয়েছেন। তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করলেন জাদেজা।
কপিল দেবের রেকর্ডও ভেঙে দেন জাদেজা। কপিল দেব সাতে নেমে ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই খেলেছিলেন ১৬৩ রানের ইনিংস। সেই নজির পেরিয়ে গেলেন জাড্ডু। জাদেজা, কপিল ও ঋষভ পন্থ ছাড়া সাত বা তারও পরে নেমে টেস্টে শতরান করার নজির আর কোনও ভারতীয়র নেই। সাত বা তার পরে নেমে তিনটি শতরানের পার্টনারশিপে অবদান জাদেজা আর কেউ রাখতে পারেননি।
ভারত প্রথম ইনিংসে ৫৭৪ রান করে। এটি ২০১৮ সালের পর টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে মোহালিতে এখন পর্যন্ত এটাই দলের সবচেয়ে বড় স্কোর। শুধু তাই নয়, ২০১৫ সালের পর ভারত ১৬ বারের মতো এক ইনিংসে ৫০০ প্লাস করেছে।
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে আগামি ১২ মার্চ। বেঙ্গালুরুতে হবে এই ম্য়াচ। ভারতের মাটিতে এই ম্য়াচ হতে চলেছে তৃতীয় দিন-রাতের টেস্ট ম্য়াচ। এর আগে ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশ ও ইংল্য়ান্ডকে হারিয়েছিল ভারত। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জয় ও ঘরের মাঠে দিন-রাতের টেস্ট জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য টিম ইন্ডিয়াৎ।