চোট-আঘাতে ভারতীয় দল 'মিনি হাসপাতাল', ফাইনাল টেস্টের আগে ছিটকে গেলেন একাধিক তারকা
সিডনি টেস্টে ভারতের ঐতিহাসিক ড্র-কে জয়ের তকমা দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় দল বিশেষ করে হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, চেতশ্বর পুজারা, ঋষভ পন্থদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নেওয়ায় চতুর্থ টেস্টের আগে মানসিকভাবে অস্ট্রেলিয়া দল। যার ফলে ব্রিসবেনে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় সব থেকে বড় মাথা ব্য়াথার কারণ হয়ে দাঁডিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। গোটা দল কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তৃতীয় টেস্টে খেলা একাধিক প্লেয়ারও খেলতে পারবেন না চতুর্থ টেস্ট। সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী ও জসপ্রীত বুমরা। ফলে টিম সিলেকশন করতে গিয়েও সমস্যা পড়তে হচ্ছে ম্য়ানেজমেন্টকে।
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ইশান্ত শর্মা। চোটের কারণে প্রথম ২ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুলের মত তারকারা। তারপর ভারতীয় দলের নাছোড় লড়াই ভারতকে এখনও সিরিজে টিকিয়ে রেখেছে। ৩ টেস্ট শেষে সিরিজের ফল ১-১। চতুর্থ টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারন হবে। কিন্তু এবার দলের একাধিক প্লেয়ার চোট গ্রস্ত। কর্যত হাসপাতাল গোটা দল।
তৃতীয় টেস্টে আঙুলের চোটের কারণে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে টুর্নামেন্ট থেকে জাদেজার ছিটকে যাওয়ার কথা জানানো হয়। যদিও পরবর্তী ইংল্যান্ড সিরিজে তারকা অল-রাউন্ডারকে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিডনি টেস্টের তৃতীয় দিনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। স্ক্যান করে দেখা যায় তাঁর আঙুলের হাড় সরেছে। তারকা অল-রাউন্ডার দেশে ফিরে যাওয়ার আগে সিডনিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। দেশে ফিরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর প্রক্রিয়ায় থাকবেন জাদেজা। ফলে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টে তাঁকে পাওয়া যাবে না।
সিডনিতে ভারতের টেস্ট জয়ের অন্যতম কাণ্ডারী হনুমা বিহারী। তার চোয়াল চাপা লড়াই, ঘণ্টার পর ঘণ্টা ক্রিজ আঁকড়ে পড়ে থাকার ফলেই ম্যাচ বাঁচাতে পেরেছে ভারত। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই দেশের জন্য সেশনের পর সেশন ব্যাটিং করে গিয়েছেন হনুমা। কিন্তু ম্যাচের পরই এল দুঃসংবাদ। গাব্বায় যে তাঁর খেলার সম্ভাবনা নেই, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে ম্যাচের পর তা নিশ্চিতই হয়ে যায়। বোর্ড সূত্রে খবর, বিহারীর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই তাঁকে ছাড়াই আপাতত দল সাজাতে হবে। শুধু ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে শেষ টেস্টই নয়, আগামী মাসে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
চোট সমস্যা নিয়ে জর্জরিত অবস্থার মধ্যেই ভারতীয় দলের জন্য এল সবথেকে বড় দুঃসংবাদটা। চোটের কারণে ব্রিসবেন টেস্টে পাওয়া যাবে না দলের পেস বোলিং অ্যাটাকের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাকে। সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। পেটের দিকে ইঙ্গিত করে কিছু জানাচ্ছিলেন। তিনি মাঠের বাইরে যেতে চান কিনা, সে বিষয়ে আলোচনা করেছিল ভারতীয় দলের মেডিক্যাল দল। যদিও প্রতিবারই বারণ করে দিয়েছিলেন বুমরাহ। বোলিংও করেছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, বুমরাহের স্ক্যান করা হয়েছিল। তাতে টান ধরা পড়েছে। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে বুমরাহের সেই চোটের পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ব্রিসবেনে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বুমরাকে।
শামি, উমেশ ছিটকে যাওয়ার পর বুমরাই নেতৃত্ব দিচ্ছিল ভারতীয় দলের পেস অ্যাটাককে। কিন্তু বুমরা চতুর্থ টেস্টে না খেলার ফলে সম্পূর্ণ অনভিজ্ঞ পেস বোলিং লাইনআপ নিয়ে নামতে হবে টিম ইন্ডিয়াকে। বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর বা টি নটরাজন খেলতে পারেন। সেক্ষেত্রে ভারতের তিন পেস বোলারের সাকুল্যে টেস্টের সংখ্যা হবে ছয়। ফলে সিরিজ নির্ণায়ক ম্যাচে তা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে।