- Home
- Sports
- Cricket
- প্রথমে বাবার মৃত্যুতে দেশে না ফেরা, এবার জাতীয় সঙ্গীত শুনে চোখে জল, সিরাজের দেশপ্রেমে মুগ্ধ সকলে
প্রথমে বাবার মৃত্যুতে দেশে না ফেরা, এবার জাতীয় সঙ্গীত শুনে চোখে জল, সিরাজের দেশপ্রেমে মুগ্ধ সকলে
- FB
- TW
- Linkdin
সিডনিতে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। ম্যাচে ভারতীয় দলের পেস অ্যাটাকের দায়িত্ব রয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনির কাঁধে।
তবে ম্যাচ শুরুর আগে মহম্মদ সিরাজের দেশের প্রতি আবেগ ও ভালোবাসা মন কাড়ল সকলের। জাতীয় সঙ্গীত শুনে সিরাজ আবেগবশত আটকাতে পারলেন না চোখের জল।
দু'হাত দিয়ে চোখের জল মুছে ফেলতেও দেখা যায় সিরাজকে। তরুণ পেসারের এমন আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
দেশের প্রতি তার ভালোবাসা বা কর্তব্য এর আগেও প্রমাণ করেছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফরে আসার পর পিতৃবিয়োগ হয় ভারতীয় পেসারের। তবে জাতীয় কর্তব্য পালনের জন্য তিনি বাবার শেষকৃত্যে যোগ দিতে দেশে ফেরেননি।
স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন দেশের হয়ে ক্রিকেট খেলি। তাই বাবার স্বপ্ন পূরণ করার জন্য দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিরাজ।
মেলবোর্ন টেস্টে দুরন্ত অভিষেকও হয় সিরাজের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েন মহম্মদ সিরাজ। এই সাফল্য বাবাকে উৎসর্গ করেন তিনি।
সিডনিতেও প্রথম দিনের খেলায় ডেভিড ওযার্বারকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন মহম্মদ সিরাজ। তবে জাতীয় সঙ্গীত শুনে সিরাজের আবেগের প্রশংসা সকলের মুখে।