2026 ICC Men's T20 World Cup: ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশ (Bangladesh) দল ভারতে খেলতে আসবে কি না স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে জটিলতা দূর করার উদ্যোগ নিচ্ছে আইসিসি।
KNOW
Bangladesh Cricket Board: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দল পাঠানো নিয়ে জটিলতা দূর করতে খুব তাড়াতাড়ি সে দেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করছে আইসিসি। এই কারণেই প্রতিনিধিদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গ্রুপ পর্বে কলকাতা (Kolkata) ও মুম্বইয়ে (Mumbai) ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানালেও, ভারতে নিরাপত্তা নিয়ে কোনওরকম আশঙ্কা দেখছে না আইসিসি। ফলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো হবে বলেই আইসিসি সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশ দলকে টি-২০ বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে আলোচনা করতেই বাংলাদেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল।
চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এখনও দাবি করে চলেছেন, ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। কয়েকদিন আগেই তাঁর মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও নির্লজ্জভাবে ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছেন নজরুল। তিনি ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করে চলেছেন। শ্রীলঙ্কা (Sri Lanka) বা পাকিস্তানে (Pakistan) টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ। কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি মানেনি আইসিসি। এরই মধ্যে ক্রিকেটাররা বিদ্রোহ ঘোষণা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ছে। ফলে বাংলাদেশ দল শেষপর্যন্ত ভারতে খেলতে আসবে না টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আইসিসি প্রতিনিধি দলের সফরে জটিলতা দূর হবে?
আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে খেলতে না আসা নিয়ে অনড় মনোভাব দেখালে চলবে না। ভারতেই দল পাঠাতে হবে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে নমনীয় মনোভাব দেখানো হয়নি। ফলে আইসিসি প্রতিনিধি দলের সফরেও জটিলতা কাটবে কি না তা স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


