- Home
- Sports
- Cricket
- কলেজে নাচ দেখেই হয়েছিলেন 'বোল্ড', চুটিয়ে রোমান্স ও বিয়ে, জানুন সূর্যকুমারের প্রেম কাহিনি
কলেজে নাচ দেখেই হয়েছিলেন 'বোল্ড', চুটিয়ে রোমান্স ও বিয়ে, জানুন সূর্যকুমারের প্রেম কাহিনি
- FB
- TW
- Linkdin
দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর সুযোগ পেয়েই নিজের আন্তর্জাতিক কেরিয়ার অনবদ্যভাবে শুরু করেছেন সূর্যকুমার যাদব। কেরিয়ারের প্রথম বলে ছয় মেরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন সূর্যকুমার। একইসঙ্গে ৩১ বলে ৫৭ রান করে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন যিনি প্রথম ইনিংসেই অর্ধশতরান করেছেন।
আইপিএলে উজ্জ্বল কেরিয়ার সূর্যকুমার যাদব। ২ হাজারের উপর তার রান রয়েছে আইপিএলে। প্রথমে খেলতেন মুম্বই ইন্ডিয়ান্সে। তারপর কয়েক বছর কলকাতার হয়ে খেলেছেন তিনি। সেখানেও কিছু ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন সুর্কুমার যাদব। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর ঘরের দল অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স তাকে নেয়।
২০২০ আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদব। একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। তারপরই ভারতীয় দলের দরজা খোলা প্রায় নিশ্চিৎ হয়ে গিয়েছিল।
ভারতীয় দলের হয়ে অনবদ্য শুরুর পর সূর্যকুমারের ব্যক্তিগত জীবন নিয়ে তার ফ্যানেরা জানার জন্য কৌতুহলী হয়ে উঠেছেন। জানলে অবাক হবেন, মাত্র ১৯ বছর বয়সী এক তরুণির নাচ দেখে প্রেমে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তখন সূর্যকুমারেরও বয়স ছিল মাত্র ২২। সেই মেয়েকেই করেছিলেন বিয়ে।
সূর্যকুমার যাদবরা আদতে বারাণসীর বাসিন্দা। কিন্তু বাবার কর্মূসূত্রে মুম্বইতে থাকতে হত তাদের। সূর্যকুমারের বাবা অশোক কুমার যাদব ভবা রিসার্চ সেন্টারে কাজ করতেন। সেই কারমে ২০০০ সালে তারা মুম্বইতে চলে আসেন। মুম্বইতেই পড়াশোনা ও বেড়ে ওঠা সূর্যকুমারের।
সূর্যকুমার যাদব তার স্ত্রী দেবীশাকে ২০১২ সালে প্রথম দেখেন। দুজনে একই কলেজে পড়তেন। দেবীশাকে একটি পার্টিতে প্রথম দেখেন সূর্যকুমার যাদব। দেবীশার নাচ দেখেই প্রেমে পড়ে যান সূর্যকুমার যাদব।
এরপর দুজনের ধীরে ধীরে কথাবার্তা, দেখা-সাক্ষাৎ শুরু হয়। ৫ বছর দুজন প্রেম করেন। এরপর ২০১৬ সালে দুজন বিয়ে করেন। দেবীশা দক্ষিণ ভারতীয় হওয়ায় সেই মতেই তারা বিয়ে করেন। বর্তমানে দেবীশার একটি নাচের স্কুলও রয়েছে।
জানা গিয়েছে যে, বিয়ের সময় দেবীশা জন্য ২৮ লক্ষ টাকা দিয়ে সূর্যকুমার যাদব একটি গাড়ি কিনছিলেন। তারপর আবার সেই গাড়ির পেছনে ১০ লক্ষ টাকা খরচ করে দেবীশার প্রিয় রং করিয়েছিলেন। এছাড়াও ১.২৫ লক্ষ টাকা দামের একটি ডায়মন্ড রিংও উপহার দিয়েছিলেন প্রিয় স্ত্রীকে।
সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নিজের নানা ধরেনে ছবি তিনি শেয়ার করেন স্ত্রীর সঙ্গে নানান মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যা মিডিয়ায়।
ক্রিকেটে যেমন তিনি সিরিয়াস, ব্যক্তিগত জীবনে তিনি ততটাই রোমান্টিক। এখনও খেলার মাঝে সুযোগ পেলেই স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটান সুর্যকুমার যাদব।