- Home
- Sports
- Cricket
- ক্রীড়া সঞ্চালিকার ইয়র্কারে একাবারে বোল্ড, এই মারকাটারি সুন্দরীই নাকি বুমরার হবু বউ
ক্রীড়া সঞ্চালিকার ইয়র্কারে একাবারে বোল্ড, এই মারকাটারি সুন্দরীই নাকি বুমরার হবু বউ
- FB
- TW
- Linkdin
ভারতীয় দল থেকে ছুটি নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল বিয়ের জন্য ছুটি নিয়ছেন জসপ্রীত বুমরা। প্রথমে শোনা যাচ্ছিল দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের নাম। অনুপমা সম্প্রতি গুজরাত যাওয়ায় জল্পনা চরমে ওঠে।
কিন্তু অনুপমার পরিবার সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷
যদিও বুমরার বিয়ে নিয়ে কৌতুহল কিন্তু কমেনি কারও। অবশেষে শোনা যায় বুমরার পাত্রী হচ্ছেন জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কার সঞ্জনা গণেশন। বুমরা-সঞ্জনার বিয়ে নিয়ে তোলপার নেট দুনিয়া।
সঞ্জনার জন্ম পুণেতে, ১৯৯১ সালের ৬ মে। বিশপস স্কুলের পরে তিনি বি টেক করেন সিম্বায়োসিস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কিছু দিন কাজ করেছেন তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সংস্থায়।
মডেলিংও করেছেন সঞ্জনা। ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছন তিনি৷ সঞ্জনা এম টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্পিলটসভিলাতেও অংশ নিয়েছেন৷ ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জাস পুরস্কার পান৷
তারপর অ্যাঙ্কারিংকেই নিজের পেশা হিসেবে বেছে নান সঞ্জনা। আইপিএলের অ্যাঙ্করিং করে নজরে আসেন তিনি৷ ২০১৯ বিশ্বকাপেও তাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন৷
আইপিএল-এর পাশাপাশি সঞ্জনার সঞ্চালনা দেখা গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ এবং প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ-এর বিভিন্ন পর্বেও। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় সঞ্জনার ‘দিল সে ইন্ডিয়া’ শো জনপ্রিয় হয়েছিল।
সঞ্জনা আইপিএলের সময় কেকেআর ডায়ারিজ নামে শো করতেন , ২০১৬ তেও তিনি কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন আর নাইট ক্লাব নামের শো হোস্ট করতেন৷
সঞ্চালক সঞ্জনার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। অবসরে ভালবাসেন হিন্দি ছবি দেখতেও। রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা এবং দীপিকা পাড়ুকোন তাঁর প্রিয় বলিউড তারকা। স্বাস্থ্য সচেতন সঞ্জনা নিয়মিত শরীরচর্চা করেন।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সঞ্জনা। ঘন ঘন নিজের ছবিও পাল্টান তিনি। তার ফ্যান ফলোয়িংও প্রচুর। তার প্রতিটি ছবিতে অসংখ্য লাইক ও কমেন্ট পড়ে।
তবে বুমরা বা সঞ্জনার পরিবার থেকে এখনও তাদের বিয়ে নিয়ে পরিস্কারভাবে কিছু জানা যায়বনি। তবে শোনা যাচ্ছে চলতি মাসেই গোয়াতে সাত পাকে বাঁদা পড়বেন বুমরা ও সঞ্জনা। ইতিমধ্যেই শুভেচ্ছা