- Home
- Sports
- Cricket
- Ind vs Eng- ভারতীয় দলের প্রথম একাদশে 'মহাচমক', দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
Ind vs Eng- ভারতীয় দলের প্রথম একাদশে 'মহাচমক', দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
শুবমান গিল-
রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় দলের বাইরে। চোটের কারণে নেই কেএল রাহুলও। সেই জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দলে সুযোগ পাওয়াটা পাকা শুবমান গিলের। গত বছর এই সিরিজ থেকেই চোটের কারণে দেশে ফিরে যেতে হয়েছিল তাকে। এবার ফের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া শুবমান।
কেএস ভরত-
ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিররিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলের ওপেনিংয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা খুব বেশি কেএস ভরতের। দদলের দুই প্রধান ওপেনার না থাকায় সেই জায়গায় নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন তরুণ ওপেনার।
চেতেশ্বর পুজারা-
বিগত বেশ কিছু সময় ধরে নিজের চেনা ফর্মে নেই ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ চেতেশ্বপ পুজারা। এর আগে কাউন্টি ক্রিকেট খেলে রান পেয়েছেন পুজারা। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে মিডিল অর্ডারে অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বিরাট কোহলি-
দলের চার নম্বরে বিরাট কোহলির খেলা পাকা। প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে সেঞ্চরি নেই বিরাটের ব্য়াটে। ইংল্যান্ডের মাঠে সেই প্রতীক্ষার অবসান ঘটে কিনা এখন সেটাই দেখার। অনুশীলন ম্য়াচে রান পেয়ে আত্মবিশ্বাসী রয়েছেন বিরাট কোহলিও।
হনুমা বিহারী-
ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডারে থাকছেন হনুমা বিহারী। সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন হনুমা। শ্রেয়স আইয়রের সঙ্গে তার একটা লড়াই থাকলেও শেষ পর্যন্ত হনুমার উপরই ভরসা রাখার সম্ভাবনা বেশি ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
ঋষভ পন্থ-
উইকেট রক্ষক ব্যাটসম্যান ও দলের সহ অধিনায়ক হিসেবে এই টেস্টে খেলবেন ঋষভ পন্থ। বিদেশের মাটিতে বরাবর ব্য়াট হাতে জ্বলে উঠেছেন ঋষভ পন্থ। আরও একবার নিজেরে সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন ঋষভ পন্থ।
রবীন্দ্র জাদেজা-
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতীয় দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। বল হাতে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন জাড্ডু। ফের অলরাউন্ড পারফর্ম করতে মুখিয়ে তিনি।
মহম্মদ সিরাজ/উমেশ যাদব/রবিচন্দ্রন অশ্বিন-
ভারতীয় দলের একটি জায়া নিয়ে তিন জন ক্রিকেটারের মধ্যে লড়াই হতে পারে। সেখানে মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে একজন খেলার সম্ভাবনা বেশি। দলে দুজন স্পিনার রাখলে খেলবেন অশ্বিন। দলে চার পেসার নিলে সিরাাজ বা উমেশের মধ্যে একজন খেলবেন।
শার্দুল ঠাকুর-
ভারতীয় মিডিয়াম পেসার হিসেবে খেলবেন শার্দুল ঠাকুর। গত বছর ইংল্য়ান্ড সফরে বল হাতে দুরন্ত পারফর্ম করেছিলেন শার্দুল। শুধু তাই নয় ব্যাট হাতেও প্রয়োজনের সময় খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। আরও একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন শার্দুল ঠাকুর।
জসপ্রীত বুমরা-
এই টেস্ট ম্য়াচ জসপ্রীত বুমরার কাছে আলাদা মাত্রা বহন করে। এই ম্য়াচে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে বুমরার। ফলে শুধু ভারতীয় পেস অ্যাটাকে নয়, দলকেও নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব থাকছে বুমরার উপর। অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ স্মরণীয় করে রাখাই লক্ষ্য বুমরার।
মহম্মদ শামি-
ভারতীয় দলের পেস অ্য়াটাকে লাল বলের ক্রিকেটে অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। নতুন ও পুরোনো বলে সুইং করানোর দক্ষতা, পেস সব দিক থেকেই বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখত সিদ্ধ হস্তক শামি। আরও একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন শামি।