- Home
- Sports
- Cricket
- দেশের হয়ে অভিষেকেই এমন রেকর্ড গড়লেন কেকেআর তারকা প্রসিদ্ধ কৃষ্ণা, যা নেই কোনও ভারতীয় বোলারের
দেশের হয়ে অভিষেকেই এমন রেকর্ড গড়লেন কেকেআর তারকা প্রসিদ্ধ কৃষ্ণা, যা নেই কোনও ভারতীয় বোলারের
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ডোর বিরুদ্ধে একদিনের সিরিজে ১৮ জনের দলে সুযোগ পেয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন কেকেআরের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। বলেছিলেন প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা উজার করে দেবেন।
কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাও স্বপ্নে ভাবেননি প্রথম ম্য়াচেই প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি। আর সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে ছিলেন কর্ণাটকের বছর ২৫-এর পেসার তা তা ডেবিউ ম্য়াচের বোলিং ফিগারই বলে দিচ্ছে।
নিজের অভিষেক ম্যাচে ৮.১ ওভার বল করে একটি মেডেন সহ ৫৪ রান দিয়ে ৪ উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণা। অভিষেক ম্যাচেই ৪ উইকেটে নিয়ে অনন্য নজির গড়লেন তিনি।
প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে অভিষেকে সবেচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন কলকাতা নাইট রাইডার্সের বছর পঁচিশের ডানহাতি পেসার৷
প্রসিদ্ধ কৃষ্ণার আগে ওয়ান ডে অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল নোয়েল ডেভিডের৷ ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ রানে তিন উইকেট নিয়েছিলেন তিনি৷ ভারতের হয়ে ওয়ান ডে অভিষেকে ১৬ জন বোলার ৩টি করে উইকেট নিয়েছেন৷
কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে অভিষেক চার উইকেট নেওয়ার নজির গড়েন কৃষ্ণা৷ কর্ণাটকের পেসারের প্রথম আন্তর্জাতিক উইকেট জেসন রয়৷ এছাড়াও ইংল্য়ান্ডের বেন স্টোকস, স্যাম বিলিংস ও টম কারেনের উইকেট পান তিনি।
যদিও শুরুটা খুব ভালো হয়নি প্রসিদ্ধ কৃষ্ণার। প্রথম তিন ওভারে ৩৭ রান খরচ করেন কৃষ্ণা৷ কিন্তু তারপর দারুণভাবে ফিরে আসেন তিনি৷ পরের ৫.১ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট৷
ম্যাচ জয়ের পর প্রসিদ্ধ কৃষ্ণা বলেন,'আমার শুরুটা ভালো হয়নি৷ কিন্তু পরে দারুণভাবে ফিরে আসি৷ বিশ্বাস ছিল, ভালো করলে উইকেট পাবো৷ তৃতীয় ওভারের পর নিজের ভুল বুঝতে পারি৷ তারপর থেকে আমি গুডলেন্থে বল করতে থাকি৷ আইপিএলের অভিজ্ঞতা দারুণভাবে কাজে দিয়েছে৷ ১০ ওভারের ফর্ম্যাটে দ্রুত ফিরে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷'
স্বপ্নের শুরু করতে পেরে খুশি প্রসিদ্ধ কৃষ্ণা। আগামি দুই ম্যাচে ভালো পারফর্ম করারা পাশাপাশি এবার আইপিএলেও কেকেআরকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা।