ব্যক্তিগত জীবনে কতটা রোমান্টিক নতুন 'দ্য ওয়াল', জানুন পুজারা ও পুজার প্রেম কাহিনি
- FB
- TW
- Linkdin
বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের পর চেতেশ্বর পুজারাকে 'দ্য ওয়াল' তকমা দেওয়া হয়েছে। প্রয়োজনের সময় টিম ইন্ডিয়াকে অনেক যুদ্ধে সাফল্য এনে দিয়েছেন পুজারা। কিন্তু সাম্প্রতিক কিছু সময়ে তার অফ ফর্ম নিয়ে উঠছিল প্রশ্ন।
কিন্তু লিডসে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও একবার পুজারা প্রমাণ করলেন কেন তাকে 'দ্য ওয়াল' বলা হয়। ৩৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা ভারতীয় দলকে আরও একবার নির্ভরতা দিলেন পুজারা। তার অনবদ্য ইনিংসের সৌজন্যে ম্যাচে ঘুড়ে দাঁড়াচ্ছে ভারত।
পুজারা দলের সেই খেলোয়াড়দের মধ্যে একজন, যারা খুব সহজ -সরল জীবনযাপন করে। নন-ভেজ থেকে দূরে থাকা এই খেলোয়াড়কে দলের সবচেয়ে ভদ্রলোক হিসেবে বিবেচনা করা হয়। বিরাট কোহলিও শান্ত স্বভাবের পুজারার প্রশংসা করেছেন।
১৯৮৮ সালের ২৫ জুলাই গুজরাটের রাজকোটে জন্মগ্রহণ করেন চেতেশ্বর পূজারা। বাবা অরবিন্দ পূজারা এবং তার কাকা বিপিন পূজারাও সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি খেলেছেন। তিনি তার বাবার কাছ থেকে ক্রিকেটের প্রাথমিক প্রশিক্ষণ পেয়েছিলেন।
রক্তে ক্রিকেট থাকায়, ছোট বেলা থেকেই ক্রিকেটকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নেন চেতেশ্বর পুজারা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এরপর থেকে আর পুজারাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
ব্যক্তিগত জীবনেও শান্ত কিন্তু রোমান্টিক পুজারা। স্ত্রী ও কন্যাকে নিয়ে সুখের সংসার তার। ২০১৩ সালের ১৩ ফেব্রেুয়ারি বান্ধবী পুজা পাবারিকে বিয়ে করেন। লেডি লাকে পুজারার কেরিয়ার আরও দ্রুক উন্নতির শিখরে পৌছায়।
সোশ্য়াল মিডিয়ায় খুব বেশি সক্রিয় না হলেও, মাঝে মধ্যেই স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন। বেশ কেকবার রোমান্টিক পোজেও দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট তারকাকে।
২০১৮ সালে, পূজারা এবং পূজার একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম তারা অদিতি পূজারা। বর্তমানে অদিতিকে নিয়ে পুজারা ও পুজারার ছোটেট কিউট পরিবার। খেলার বাইরে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান পুজারা।
মেয়ের সঙ্গে সবসময় কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করেন পুজারা। খেলার জন্য সবসময় সুযোগ না হলেও, সুযোগ পেলেই মেয়েক সময় দেন পুজারা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো একাধিক সুন্দর, মিষ্টি মুহূর্ত শেয়ার করেনপুজারা। যা বেশ পছন্দ করেন নেটিজেনরা।
পুজারা ও পুজার জুটি সকলেই খুব পছন্দ করেন। ছোট্ট অদিতিও বাবার খেলা দেখতে পছন্দ করেন। চলতি ইংল্যান্ড সিরিজে অফ ফর্ম কাটিয়ে পুজারা রানে ফেরায় খুশি তার পরিবার। একইসঙ্গে ভারতীয় সাফল্যও কামনা করেছেন পুজা ও অদিতি।