- Home
- Sports
- Cricket
- মোতেয়ার ভারত-ইংল্যান্ডের গোলাপী বলের যুদ্ধ, দেখে নিন দিন-রাতের টেস্টে দুই দলের ইতিহাস
মোতেয়ার ভারত-ইংল্যান্ডের গোলাপী বলের যুদ্ধ, দেখে নিন দিন-রাতের টেস্টে দুই দলের ইতিহাস
- FB
- TW
- Linkdin
বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে বুধবার থেকে গোলাপী বলের যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড।
এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মোট ১৫টি দিনরাতের গোলাপী বলের টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে।
পরিংখ্যান বলছে টস খুব একটা ফ্যাক্টার নয় পিঙ্ক বল টেস্টে। কারণ ১৫টির মধ্যে ৮ বার টস জয়ী দল জয় পেয়েছে আর ৭ বার টস হেরেও জয় পেয়েছে অপর দল।
ভারতীয় দল আধুনিক ক্রিকেটের এই নবতম সংযোজন পিঙ্ক বল টেস্ট দুটি খেলেছে। একটি দেশের মাঠে ও অপরটি বিদেশের মাঠে।
২০১৯ সালে ঘরের মাটিতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারায় ভারত।
২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট খেলে ভারতীয় দল। সেই ম্যাচে ৮ উইকেটে হারতে হয় কোহিল ব্রিগেডকে।
অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার ইতিহাস গড়ে ভারতীয় দল। যদিও সিরিজে দুরন্তভাবে কামব্যাক করে ২-১ ব্যবধানে সিরিজে জেতে ভারতীয় দল।
অপরদিকে, ইংল্যান্ড দল এখনও পর্যন্ত তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছে৷ এর মধ্যে দু’টি হেরেছে এবং একটি জিতেছে ব্রিটিশ লায়ন্সরা।
ইংল্যান্ড প্রথম ডে-নাইট টেস্ট খেলে ২০১৭ সালে বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ ইনিংস ও ২০৯ রানে জেতে ইংল্যান্ড৷
ইংল্যান্ড দ্বিতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এই টেস্ট হারে রুটবাহিনী৷
তৃতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ ইংনিস ও ৪৯ রানে হারে ইংল্যান্ড৷
এবার মোতেরায় আরও এটি পিঙ্ক বল টেস্ট ঘিরে চড়ছে উন্মদনা পারদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাইয়ের জন্যও এই ম্য়াচ খুবই গুরুত্বপূর্ণ। তাই ম্য়াচ জিততে মরিয়া দুই দল।