- Home
- Sports
- Cricket
- পাক বধের পরেও দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন, দেখে নিন হংকংয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
পাক বধের পরেও দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন, দেখে নিন হংকংয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একেবারেই ছন্দে পাওয়া যায়নি অধিনা.ক রোহিত শর্মাকে। হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের ইনিংসেরও শুরু করবেন রোহিত শর্মা। বড় রান করে ছন্দে ফিরতে মরিয়া তিনি।
কেএল রাহুল-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি কেএল রাহুল। গত জিম্বাবোয়ে সফরে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও চেনা ছন্দে পাওয়া যায়নি কেএল রাহুলকে। হংকংয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে বড় রান করতে চাইছেন কেএল রাহুল।
বিরাট কোহলি-
পাকিস্তানের বিরুদ্ধে চেনা ছন্দে পাওয়া না গেলেও ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। কয়েকটি ভালো শটও খেলেছিলেন। হংকংয়ের বিরুদ্ধে বড় রান করে পুরোপুরি ফর্মে ফেরাই লক্ষ্য বিরাট কোহলির।
সূর্যকুমার যাদব-
পাকিস্তানের বিরুদ্ধে বিপদের সময় দলের হয়ে বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্ত ১৮ রান করে সাজঘরে ফেরত গিয়েছিলেন। তিনি ফর্মে থাকলেও কতটা বিদ্ধংসী হয়ে উঠতে পারেন ভারতীয় তারকা তার প্রমাণ বারবার মিলেছে। হংকংয়ের বিরুদ্ধে দলে জায়গা নিয়ে খুব একটা সন্দেহ নেই সূর্যকুমারের।
হার্দিক পান্ডিয়া-
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্য়াটে-বলে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৭ বলে ৩৩ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন হার্দিক। হংকংয়ের বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য পান্ডিয়ার।
ঋষভ পন্থ-
ওপেন থেকে ফিনিশার ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিগত কিছু সময়ে সব জায়গাতেই ব্যাট করে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সব জায়গায় নিজেকেও প্রমাণও করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা না পেলেও হংকংয়ের বিরুদ্ধে দলে ফিরতে পারেন পন্থ।
দীনেশ কার্তিক-
আইপিএলে ২০২২-এ নিজেকে একজন বিধ্বংসী ফিনিশার হিসেবে প্রমাণ করেছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। সেই সুবাদেই ভারতীয় দলে কামব্যাক করেন তিনি। দেশের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন ডিকে। এবার আরও একবার বড় মঞ্চে পরীক্ষা দিতে প্রস্তুত তিনি।
রবীন্দ্র জাদেজা-
ভারতীয় দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার খেলা পাকা। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে খুব একটা দাগ কাটতে না পারলেও ব্যাট হাতে হার্দিকের সঙ্গে করেছিলেন ম্যাচ জেতানো পার্টনারশিপ। নিজেও করেছিলেন ৩৫ রান। হংকংয়ের বিরুদ্ধে নিজের বোলিংটাও ঝালিয়ে নিতে চাইবেন জাড্ডু।
যুজবেন্দ্র চাহল-
পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে খুব একটা সফল হতে পারেননি যুজবেন্দ্র চাহল। ৪ ওভারে দিয়েছিলেন ৩২ রান। খাতায় নেই কোনও উইকেট। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তারকা লেগ স্পিনার।
ভুবনেশ্বর কুমার-
জসপ্রীত বুমরা না থাকায় ভারতীয় পেস অ্যাটাকের প্রধান দায়িত্ব ভবনেশ্বর কুমারের উপর। পাকিস্তানের বিরুদ্ধে একাই চার উইকেট নিয়ে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেথেন ভুববি। সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য তার।
অর্শদীপ সিং-
আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের পর ভারতীয় দলে সীমিত সুযোগ নিজেকে প্রমাণ করেছেন অর্শদীপ সিং। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও ২ উইকেট পেয়েছেন তিনি। হংকংয়ের বিরুদ্ধেও নিজেক সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বাঁ হাতি মিডিয়াম পেসার।