- Home
- Sports
- Cricket
- কে থাকল দলে আর কে পড়ল বাদ, জানুন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
কে থাকল দলে আর কে পড়ল বাদ, জানুন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
রবিবার এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে ফের একবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (India vs Pakistan) । প্রথম পর্বের ম্য়াচে বাবর আজমের দলকে ৫ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে আরও এক পা বাড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে কেমন হতে চলেছে ভারতীয় দলের প্রথম একাদশ ( Probable Playing 11) দেখে নিন এক নজরে।
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
অধিনায়ক হিসেবে দলের সাফল্যে খুশি থাকলেও নিজের ব্যাটিং নিয়ে এখনও এশিয়া কাপে খুশি হতে পারেননি রোহিত শর্মা। দুটি ম্যাচের একটিতেও রোহিতের ব্যাট থেকে বড় রান আসেনি। রবিবার সামনে ফের পাকিস্তান। এবার রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা।
কেএল রাহল-
রোহিত শর্মার মতই কার্যত একই অবস্থা দলের অপর ওপেনার কেএল রাহুলের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৩৬ রান করলে টি২০ ক্রিকেটের বিচারে খুবই ধীর গতিতে। এবার পাকিস্তানের বিরুদ্ধে চেনা ছন্দে ফেরাই লক্ষ্য রাহুলের।
বিরাট কোহলি-
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রান করে নিজের পুরোনো ছন্দে ফেরার বাদ্যি বাজিয়ে দিয়েছেন। এবার পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার বড় রান করাই লক্ষ্য বিরাট কোহলির।
সূর্যকুমার যাদব-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান না পেলেও হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্য়াটিং করেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৬৮ রান করেন তিনি। নিজের ফর্ম এবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ধরে রাখাই লক্ষ্য সূর্যকুমারের।
হার্দিক পান্ডিয়া-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ উইনিং পারফরম্য়ান্সের পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় দল। এবার পাকিস্তানের বিরুদ্ধে তার দলে ফেরা একশো শতাংশ নিশ্চিৎ। আরও একবার ব্যাটে-লে অলরাউন্ড পারফরম্যান্স করাই লক্ষ্য হার্দিকের।
অক্ষর প্যাটেল-
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ব্য়াট হাতে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচে হংকংয়ের বিরুদ্ধে ভালো বোলিং করেছিলেন। চোটের কারণে ছিটকে যাওয়ায়া তার জায়গায় দলে এসেছেন অপর বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সুপার ফোরের ম্যাচে প্রথম একাদশে জায়গা পেতে পারেন তিনি।
দীনেশ কার্তিক-
প্রথম দুই ম্য়াচে খেললেও নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি দীনেশ কার্তিক। তবে পাকিস্তান ম্যাচে সামলিয়েছেন উইকেটের পেছনের দায়িত্ব। সুপার ফোরোর ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় ডিকে।
ভুবনেশ্বর কুমার-
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট, দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ১ উইকেট। প্রতিযোগিতায় এখনও ৫টি উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। এবার সুপার ফোরের ম্যাচে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের পেস ও সুইংয়ের জাদু দেখানোর অপেক্ষায় ভুবি।
অর্শদীপ সিং-
সীমিত সুযোগ অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। প্রথম দুই ম্য়াচ খেলে নিয়েছেন ৩ উইকেট। বিশেষ করে ডেথ ওভারে তার বল খুবই কার্যকরী। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে ফের একবার নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে নামছেন অর্শদীপ।
আভেস খান-
ভারতীয় দলের বোলিং লাইনআপে একমাত্র আভেস খানকে নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি। অনুশীলনেও বাড়তি সময় দিয়েছেন ভারতীয় তরুণ পেসার। সুপার ফোরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন আভেস খান।
যুজবেন্দ্র চাহল-
প্রথম দু ম্যাচে খুব একটা খারাপ বল না করলেও উইকেট পাননি ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। নিজের লেগ স্পিন-গুগলির ভেলকির উপর ভরসা রেখে পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে প্রস্তুত চাহল।