- Home
- Sports
- Cricket
- ডু অর ডাই ম্য়াচে দলে একাধিক পরিবর্তন, দেখে নিন তৃতীয় টি২০-তে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
ডু অর ডাই ম্য়াচে দলে একাধিক পরিবর্তন, দেখে নিন তৃতীয় টি২০-তে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রুতুরাজ গায়কোয়াড়-
প্রথম দুটি টি২০ ম্য়াচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু বড় রান করতে ব্যর্থ হয়েছেন। দলে কেএল রাহুল না থাকায় ইশান কিশানের সঙ্গে ওপেনার হিসেবে শুধু তিনিই রয়েছেন। তৃতীয় টি২০ ম্যাচেও রুতুরাজকেই সুযোগ দেওয়া হতে পারে। নিজেকে প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ হতে পারে না তরুণ ক্রিকেটারের কাছে।
ইশান কিশান-
প্রথম ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্য়াচও ব্যাট হাতে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন ইশান কিশান। তার ফর্মে থাকা ভারতীয় দলের কাছ একটা বড় স্বস্তি। তৃতীয় ম্য়াচেও বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন তরুণ বাঁ হাতি ওপেনার।
শ্রেয়স আইয়র-
ভারতীয় দলের মিডল অর্ডারে ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়র। প্রথম ম্যাচে ৩৬ রান ও দ্বিতীয় ম্যাচে ৪০ রান করেছেন তিনি। কিন্তু তারপর বড় ইনিংস না খেলে আউট হয়েছেন। ফলে ছন্দে থাকলেও তৃতীয় টি২০ ম্যাচে বড় ইনিংস খেলার অপেক্ষায় শ্রেয়স আইয়র।
ঋষভ পন্থ-
ভারতীয় দলের চার নম্বরে খেলবেন দলের উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ও সহ অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ম্য়াচে ব্য়াটে হাতে ঝোড়ো ২৯ রান করলেও দ্বিতীয় ম্য়াচে রান পাননি। তার অধিনায়কত্ব নিয়েও কাটাচেরা হচ্ছে। তৃতীয় ম্য়াচে নিজে ব্য়াট হাতে বড় রান করা ও দলকে জয় এনে দেওয়াই লক্ষ্য পন্থের।
দীনেশ কার্তিক-
প্রথম ম্যাচে মাত্র ২ বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। দ্বিতীয় ম্যাচে শেষের দিকে ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএলের ফর্মেই যে ডিকে রয়েছেন তা প্রমাণ করেছেন। তৃতীয় ম্যাচে আরও বড় ইনিংস খেলার বিষয়েআত্মবিশ্বাসী দীনেশ কার্তিক।
হার্দিক পান্ডিয়া-
প্রথম ম্যাচে ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেললেও দ্বিতীয় টি২০ ম্যাচে রান পাননি হার্দিক পান্ডিয়া। তৃতীয় ম্যাচে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
অর্শদীপ সিং-
তৃতীয় টি২০ ম্যাচে ভারতী সুযোগ পেতে পারেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন তিনি। ডেথ ওভারে ইয়র্কার দেওয়ায় দক্ষ তিনি। অনুশীলনেও কোচেদের সন্তুষ্ট করেছেন তিনি। দলে সুযোগ পেলে সেরাটা দেওয়াই লক্ষ্য অর্শদীপের।
যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ম্য়াচ একেবারেই ভালো যায়নি চাহলের। তৃতীয় ম্যাচে ফর্মে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তারকা লেগ স্পিনার।
ভুবনেশ্বর কুমার-
ভারতীয় দলের পেস অ্যাটাকে একমাত্র বোলার হিসেবে দুরন্ত ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ম্যাচেও ৪ উইকেট নিয়েছেন তিনি। দলের পেস অ্যাটাকে বড় ভরসা তার নতুন বলে সুইং ও ডেথ ওভার বোলিং। আরও একবার জ্বলে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী ভুবি।
হার্শল প্য়াটেল-
টি২০ ক্রিকেটে ডেথ ওভার স্পেশালিস্ট বলে পরিচিত হার্শল প্যাটেল। তার স্লোয়ার বোলিং ও নানা মিশ্রণ সমস্য়া ফেলে ব্য়াটসম্যানদের। কিন্তু প্রথম ম্য়াচে ব্যর্থ হন তিনি। ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে ৩ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। তৃতীয় ম্য়াচে ভালো পারফর্ম করাই লক্ষ্য।
উমরান মালিক-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্য়াচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি।