MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ক্রিকেট,প্রেম-রোমান্স থেকে গুলি-তলোয়ার, রবীন্দ্র জাদেজার জীবন হার মানাবে বড় পর্দাকেও

ক্রিকেট,প্রেম-রোমান্স থেকে গুলি-তলোয়ার, রবীন্দ্র জাদেজার জীবন হার মানাবে বড় পর্দাকেও

রবিবার আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। এই ম্যাচে এম এস ধোনির (MS Dhoni) দলে ব্যাটে বলে অন্যতম প্রধান শক্তি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বলে স্পিনের ছোঁবলের পাশাপাশি ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলে অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠেছেন জাড্ডু।  তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ব্যক্তিগত জীবনে একইরকম 'স্যার জাডেজা'।  তার প্রেম কাহিনি হার মানাবে যে কোনও বলিউড মুভিকে।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 09 2021, 10:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

ভারতীয় দলের তথা আইপিএলে সিএসকে দলের অন্যতম প্রধান ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজা। টেস্ট, ওডিআই ও টি২০, তিন ফর্ম্যাটেই দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। বর্তমানে ব্যাটে-বলে পারফর্ম করে দলের নির্ভরযোগ্য অল রাউন্ডার হয়ে উঠেছেন জাড্ডু।

215

জাদেজার ব্যক্তিগত জীবনেও কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয়। হর্স রাইডিং, তলোয়ারের খেলা এছাড়া একাধিক অ্যাডভেঞ্চার খুবই প্রিয় জাদেজার। রোমাঞ্চ বাদ যায়নি জাদেজা বিয়েতেও।

315

দীর্ঘ দিন ধরে নিজের কোনও পছন্দের কথা না জানানোয়, জাদেজার দিদি এক পরিচিত পরিবারে ভাইয়ের সম্বন্ধ ঠিক করেন। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের বিয়ে ঠিক করার দায়িত্ব পড়েছিল দিদির উপর।

415

দিদির ঠিক করা মেয়ের সঙ্গে দেখা করতে যান জাদেজা। সেই তরুণীর সঙ্গে প্রথম আলাপেই ক্লিন বোল্ড রবীন্দ্র জাডেজা। যিনি ঠিক করেছিলেন বিয়েই করবেন না, দিদির ঠিক করা মেয়ে পাগল করে দেন জাদেজাকে। 

515

২০১৫ সালের ডিসেম্বরে রবীন্দ্র জাডেজার সঙ্গে প্রথম আলাপ হয় রীভার। তার ২ মাস পরেই এনগেজমেন্ট। রাজকোটে জাডেজার রেস্তরাঁ ‘জাড্ডুস ফুড ফিল্ড’-এ বসেছিল তাঁদের বাগদানের জমকালো আসর।

615

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রীভার বাবা রাজকোটের প্রথম সারির ব্যবসায়ী। দু’টি স্কুল রয়েছে তাঁর। রীভার মা রেলকর্মী। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিয়েছিল পরিবার।

715

রাজকোটেরই এক অভিজাত হোটেলে ২০১৬ সালের ১৭ এপ্রিল ২৫ বছরের রীবাকে বিয়ে করেন ২৭ বছর বয়সি জাডেজা। রাজপুত পরিবারের সাবেক রীতি-রেওয়াজ মেনেই বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের বিয়ে ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনাও।.

815

সাতপাকে বাঁধা পড়ার আগে সঙ্গীত, হলদি-র মতো অনুষ্ঠানগুলি দুই পরিবারে ছিল একান্তই ঘরোয়া। ‘সঙ্গীত’ অনুষ্ঠানে তলোয়ার চালানোর ছবি পোস্ট করে সমালোচিত হয়েছিলেন জাড্ডু। তবে অনেক নেটাগরিক মুগ্ধও হয়েছিলেন ক্রিকেটারের তলোয়ারবাজিতে।

915

শ্বশুরবাড়ির তরফে উপহার পাওয়া মহার্ঘ্য অডি কিউ সেভেন করে বিয়ে করতে গিয়েছিলেন জাডেজা। হোটেলের কিছু দূরে গাড়ি থেকে নেমে বাকি পথ গিয়েছিলেন ঘোড়ায়। বরযাত্রীদের শোভাযাত্রায় বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়া নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল।

1015

রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন জাড্ডুর চেন্নাই সুপার কিংস-এর সহযোদ্ধারাও। রঙিন গরবা নাচে অংশ নিয়েছিলেন সুরেশ রায়না এবং ব্রাভো। রাজকোটে বিয়ের পরে জামনগরে জাডেজার পরিবারের তরফে রাজসিক পার্টি আয়োজিত হয়েছিল।

1115

বিয়ে উপলক্ষে জাডেজার পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থারও।  প্রি-ওয়েডিং অনুষ্ঠান থেকে জাডেজা পরিবারের মনে হয়েছিল সংস্থার পরিষেবা ভাল নয়। যদিও শেষ পর্যন্ত সব মিটেছিল ভালোভাবেই।

1215
এ দেশে ক্রিকেট প্লেয়ারদেরকে সেলিব্রেটিদের মর্যাদা দেওয়া হয়। প্রিয় তারকার জন্য রাীতিমত পাগল ক্রিকেট ভক্তরা। ২২ গজের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য কৌতহলের শেষ নেয় ফ্যানেদের। প্রেম, ভালোবাসা, বিয়ে, পছন্দ, অপছন্দ ফেবারিট ক্রিকেটারদের সব কিছুই জানতে চান তারা। আজ আপনাদের জানাবো ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। বিশেষ করে জাদেযার বিয়ের স্টোরি খুবই রোমাঞ্চকর। জাদেযার বিয়েতে চলেছিল গুলি ও তোলায়ার। তৈরি হয়েছিল চরম অশান্তি। চলুন জানা যাক সেই কাহিনি।
1315

সমাজ সেবা সংক্রান্ত কাজের সঙ্গে বিয়ের আগে থেকেই। বিয়ের পর রাজনীতিতে যোগ দেন রীবা। বিজেপিতে যোগ দেন তিনি। যা নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। জাদেজার পরিবারে রাজনৈতিক বিভাজন রয়েছে। বাবা ও দিদি যোগ দিয়েছেন কংগ্রেসে।

1415

এর আগেও স্বামীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছাও জানিয়ে এসেছিলেন। তখনই অনেকে বলেছিলেন রাজনীতিতে পা রাখতে চলেছেন এই ক্রিকেট তারকার স্ত্রী।

1515

জাদেজা পরিবারে রাজনৈতিক বিভাজন থাকলেও, পরিবাবের সঙ্গে সম্পর্ক অটুট জাদেজার। স্ত্রীর সঙ্গেও সম্পর্ক খুবই মধূর। বিয়ে ঘিরে বিতর্ক থাকলেও জাডেজার দাম্পত্য জীবন মসৃণ।  

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের
Recommended image2
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?
Recommended image3
বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্তে অটল বাংলাদেশ, এই নির্দেশ দিল ICC
Recommended image4
ভারত বনাম নিউজিল্যান্ড: বিরাট কোহলি-শিখর ধাওয়ানের রেকর্ড ছাপিয়ে যাওয়ার মুখে শ্রেয়াস আইয়ার
Recommended image5
Alyssa Healy: অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি অ্যালিসা হিলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved