ক্রিস মরিস নয়, আইপিএলের ইতিহাসে সবথেকে দামী প্লেয়ার অন্য কেউ, জেনে নিন কে সেই তারকা
First Published Feb 20, 2021, 8:24 PM IST
২০২১ মরসুমে আইপিএলের মিনি নিলাম হলেও, রেকর্ডের বিচারে ছাপিয়ে গিয়েছে মেগা নিলামকেও। সব রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল নিলামের ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। কিন্তু আপনারা জানেন কি, ক্রিস মরিসের থেকেও আইপিএলে বেশি দামি প্লেয়ার রয়েছে। যিনি মরিসের থেকেও প্রায় ২ কোটি টাকা বেশি পান আইপিএল থেকে।

২০২১ নিলামের আগে পর্যন্ত আইপিএল নিলামের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার হিসেবে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং।

২০১৫ মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজ সিংকে ১৬ কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল। তারপর থেকে সেই রেকর্ড ভঙেনি।

তবে ২০২১ আইপিএল নিলামে প্রোটিয়া অল রাউন্ডার ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কেনায় তৈরি হয় নতুন রেকর্ড।

আইপিএল নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার আপাতত ক্রিস মরিস। তবে সবমিলিয়ে প্রোটিয়া তারকা মোটেই সবথেকে দামি ক্রিকেটার নন।

আইপিএলের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হলেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক প্রতি মরশুমে ১৭ কোটি টাকা বেতন পান।

২০১৮ সালের আইপিএলের আগে অনুষ্ঠিত হয়েছিল মেগা নিলাম। সেই নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তিন ক্রিকেটারকে রিটেন করেছিল। রিটেনশন নিয়ম মেনে ক্রমতালিকা অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারের বেতন কাঠামো ছিল যথাক্রমে ১৫ কোটি, ১১ কোটি এবং ৭ কোটি।

আরসিবি এই নিয়মের বাইরে গিয়ে শীর্ষ বাছাই রিটেনড ক্রিকেটার হিসাবে কোহলির জন্য বেতন নির্ধারণ করে ১৭ কোটি। তালিকায় দ্বিতীয় ছিলেন এবি ডিভিলিয়ার্স। তাঁকে দেওয়া হয় ১১ কোটি। আনক্যাপড সরফরাজ খানকে তৃতীয় ক্রিকেটার হিসাবে ধরে রাখে আরসিবি। তাঁকে দেওয়া হয় ১.৭৫ কোটি টাকা।

২০১৮ সাল থেকেই কোহলি ১৭ কোটি টাকা পেয়ে আসছেন। হ্যা তবে, নিলামে বিক্রি হওয়া প্লেয়াকর হিসেবে ক্রিস মরিসই সর্বোচ্চ। আর সব মিলিয়ে আয়ের নিরিখে বিরাট।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?