কোন ১০ ক্রিকেটার ঝড় তুলতে পারে আইপিএল নিলামে, শেষ মুহূর্তে দেখে নিন তালিকা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল নিলাম। ২৯২ জন ক্রিকেটারের মধ্যে দড়ি টানাটানি করে মোট ৬১ জন প্লেয়ারকে নিতে পারবে ৮টি দল। নিলামের আগের মুহূর্তে জেনে নিন কোন ১০টি প্লেয়ারকে নিয়ে ঝড় উঠতে চলেছে আইপিএল নিলামে। কাদের জন্য দড়ি টানাটানি হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে।
- FB
- TW
- Linkdin
গ্লেন ম্যাক্সওয়েল-
এক সময় আইপিএলের সবথেকে দামি প্লেয়ারদের তালিকায় থাকতেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বিগত কিছু মরসুম ধরে টানা রানের খরা ভোগাচ্ছে অজি তারকাকে। গত মরসুমেও কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে তেমন দাগ কাটতে পারেননি ম্যাক্সওয়েল। তাই নিলামের আগে তাকে রিলিজ করেছে পঞ্জাব। তারপরও ২০২১ নিলামে নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা নির্ধারিত করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে নিতে ঝাপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
স্টিভ স্মিথ-
গত মরসুমেও রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। কিছু ম্যাচে রান করলেও, আশানারুপ পারফরমেন্স করতে পারেননি অজি তারকা। নিলামের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। তবে এবারও নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা নির্ধারিত করেছেন স্মিথ। যেকোনও দলের মিডল অর্ডার থেকে ওপেনে বড় ভরসা হতে পারেন স্মিথ। তাই অজি তারকাকে নিয়ে হতে পারে দড়ি টানাটানি।
শাকিব আল হাসান-
কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরবাদের হয়ে আইপিএল খেললেও গত মরসুমে নির্বাসনের কারণে ভারতের কোটিপতি লিগে খেলা হয়নি শাকিব আল হাসানের। এবার নির্বাসন উঠে যাওয়ায় ২০২১ নিলামে ২ কোটি টাকার বেস প্রাইজে নিজের নাম নথিভুক্ত করেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। অলরাউন্ডার হিসেবে শাকিবকে নিতে উৎসাহী একাধিক দল।
ডেভিড মালান-
এবার আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার ডেভিড মালান। কাউন্টিতে অনেক রান করেছেন এবং তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন মালান। যে কোনও দলের ওপেনিংয়ে বড় শক্তি হয়ে উঠতে পারেন মালান।
ক্রিস মরিস-
সীমিত সুযোগে সবসময় নিজের জাত চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। গত মরসুমেও আরসিবির হয়ে ব্যাটে-বলে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছিলেন মরিস। তাই প্রোটিয়া তারকাকে দলে নিতে চাইছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
অ্যারন ফিঞ্চ-
গত মরসুমে আরসিবিতে খেললেও, আশানরুপ পারফর্ম করতে পারেননি অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই তাকে রিলিজ করেছে আরসিবি। তবে তার অভিজ্ঞতার দাম অনস্বীকার্য। ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে সিদ্ধহস্তক ফিঞ্চ। তাই তাকে নিতেও ঝাপাবে দলগুলি।
শিবম দুবে-
গত মরসুমে আরসিবিতে ছিলেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি হার্ড হিট করতে সক্ষম শিবম। আরসিবি তাকে রিলিজ করলেও তাকে নিতে ঝাপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
কাইল জেমিসন-
এবারের আইপিএলে সেরা তারকা হয়ে উঠতে পারেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ৭ ফুট উচ্চতার জেমিসনের পেস বোলিং যে কোনও বিপক্ষ দলে ত্রাস সৃষ্টি করতে পারে। বড় হিট করতেও সক্ষম তিনি। তাকে আন্দ্রে রাসেলের উত্তরসূরী হিসেবে চিহ্নিত করেছেন গৌতম গম্ভীর।
অ্যালেক্স হেলস-
নিলামে দেড় কোটি টাকা নিজের বেস প্রাইজ রেখেছেন অ্যালেক্স হেলস। বিভিন্ন টি২০ লিগে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটসম্যান। তাকে নিতেও আগ্রহী আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি।
জাই রিচার্ডসন-
অস্ট্রেলিয়ার মিডিয়াম পেস বোলার ও মারকুটে ব্যাটসম্য়ান জাই রিডার্ডসনের দিকেও নজর রয়েছে আইপিএল দলগুলির। দেড় কোটি টাকা নিজের বেস পরাইজ রেখেছেন রিচার্ডসন।