খেলার মাঠে প্রেম নিবেদন, শুধু দর্শকই নয়, তালিকায় রয়েছে ক্রিকেটার-ফুটবলাররা
- FB
- TW
- Linkdin
আইপিএল ২০২২ -এ আরসিবি বনাম সিএসকের ম্যাচ চলাকালীন সকলের নজর কেড়ে নেন স্টেডিয়ামের দুই যুবক-যুবতী। আরসিবিকে সমর্থন করতে আসা এক যুবতী স্টেডিয়ামে খেলা চলাকালীন হাঁটু গেড়ে বসে এক যুবককে প্রেম নিবেদন করেন। একইসঙ্গে আংটি বের করে তাকে পড়িয়ে দেন। এক যুবতীর এমন রোামান্টিকতা সকলকেই অবক করে। এমন প্রপোজাল পেয়ে তাকে হ্যা না বলে থাকতে পারেননি ওই যুবকও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনা।
আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার দীপক চাহার তার বান্ধবী জয়া ভরদ্বাজকে মাঠেই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হাঁটু গেড়ে বসে পড়িয়ে দিয়েছিলেন আংটি। আইপিএল ক্রিকেটারের এমন কীর্তির ভিডিও এবং ছবি নেট দুনিয়ায় ঝড় তোলে। প্রস্তাবে রাজি হয়ে যান জয়া ভরদ্বাজও। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারা।
গত বছরের সেপ্টেম্বরে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন একজন ভারতীয় পুরুষ একজন অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। ছেলেটি যখন মেয়েটিকে প্রস্তাব দেয় এবং সে প্রেমের প্রস্তাবে রাজি হয়, সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। গোটা বিশ্ব দেখে সেই রোমান্টিক মুহূর্ত। এই ছেলেটিওও হাঁটু গেড়ে বসে মেয়েটিকে আংটি পড়িয়ে দেন।
গত বছর ২০২১-২২ অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের প্রথম ম্যাচ, ইংল্যান্ডের এক ব্যক্তি অস্ট্রেলিয়ার এক মহিলা সমর্থকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি হ্যাঁ বলে প্রেমিকাকে জড়িয়ে ধরে। এরপর দুজনেই একে অপরকে আংটি পরিয়ে দেন। এসময় দর্শকরা করতালি দিয়ে তাদের দুজনকে স্বাগত জানান। মেয়েটির নাম নাতালি এবং ছেলেটির নাম রব। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
শুধু ক্রিকেট মাঠেই নয়, ফুটবল মাঠেও মনের মানুষকে প্রেম প্রস্তাব দিয়েছেন অনেকেই। গত বছরের জুলাই মাসে, আমেরিকান ফুটবল খেলোয়াড় হাসানি ডস্টন তার ক্লাবের একটি ম্যাচের পরে মাঠে তার বান্ধবী পেট্রা ভুকোভিচকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। পেট্রা এমন সারপ্রাইজ পেয়ে অবাক হয়ে যান। তারপর তিনি হ্যাঁ বললেন। সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।।