আইপিএল থেকে কত রোজগার সিএসকে অধিনায়ক এমএস ধোনির, জানলে অবাক হবেন
- FB
- TW
- Linkdin
আইপিএল ২০২২ খুব একটা ভালো যায়নি চেন্নাই সুপার কিংস দলের। প্রথমে এমএস ধোনি অধিনায়কত্ব ছেড়ে দায়িত্ব দেন রবীন্দ্র জাদেজাকে। পরে লাগাতার ব্যর্থতার জেরে ফের ধোনিকেই অধিনায়কের দায়িত্ব সপে দেন জাড্ডু। শেষের দিকে সিএসকে একটি ছন্দেও ফেরে। তবে ব্যাট হাতে এবার আইপিএলের একাধিক ম্য়াচে দেখা গিয়েছে পুরোনো ধোনির ঝলক।
২০২২ আইপিএল ধোনির শেষ মরসুম কিনা তা নিয়ে কৌতুহল ছিল সকলের মধ্যে। তবে সকলের মুখে হাসি ফুটিয়ে মরসুমের শেষ ম্য়াচে এম এস ধোনি ঘোষণা করেন পরের মরসুমেও আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দেখা যাবে তাকে। যা শোনার পর খুশি সিএসকে থেকে ধোনি সমর্থকরা সকলেই।
দল ভালো খেলতে না পারেনি ঠিকই, কিন্তু ভারতের কোটিপতি লিগে রোজগারের দিকে কিন্তু ফের নজির গড়েছেন এমএস ধোনি। গতবারের থেকে কম টাকা নিলেও আইপিএল থেকে মোট রোজগারের নিরিখে বিরাট কোহলি, রোহিত শর্মা সকলকেই পেছনে ফেলছেন ধোনি।
২০০৮ সাল থেকেই সিএসকের অধিনায়কত্ব করছেন ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই, ২০১০, ২০১১ এবং ২০১৮ - তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ১৫ কোটি টাকা মহেন্দ্র সিং ধোনিকে দিয়েছিল সিএসকে। ২০২২ মরসুমে পধোনি পান ১২ কোটি টাকা। জাদেজাকে সবথেক বেশি টাকা দেওয়ার কথা ধোনিই বসেছিলেন।
২০২১ আইপিএল পর্যন্ত ধোনির মোট উপার্জন হয়েছিল ১৫২ কোটি টাকা। চলতি মরসুমের চুক্তির ১২ কোটি টাকা পাওয়ার পর আইপিএল থেকে ধোনির মোট রোজগার দাঁড়ায় ১৬৪ কোটি টাকা। যেখানে রোহিত শর্মার মোট ইনকাম ১৬০ কোটি ও বিরাট কোহলির ১৫০ কোটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ কোটি টাকা উপার্জনের মাইলফলক অতিক্রম করেছিলেন ধোনি।
মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে আইপিএল এখনো তিনি খেলে যাচ্ছেন। ভারতের সর্বকালের সফল অধিনায়ক রূপে তাকে গণ্য করা হয়। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের হয়ে তিনি ক্রিকেট খেলেছেন। এছাড়াও বিজ্ঞাপন ও নিজের নানা ব্যবসা রয়েছে এমএসডির। ২টি বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি টাকারও বেশি।
এছাড়া ধোনি নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। রাঁচিতে ৭০০ একর জমির উপর ধোনির ফার্ম হাউস এক কথায় অনবদ্য। সেখানেই পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পছন্দ করেন প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। ধোনির ফার্ম হাউসের অন্দর সজ্জা ও বর্হিসজ্জা সকলকে অবকা করে।
আগামি বছর করোনা পরিস্থিতি আয়ত্তে থাকলে প্রতি শহরে আগের মতো বসবে আইপিএলের আসর। ফলে ঘরের মাঠ চেন্নাইতে খেলে ধোনি অবসর জানাতে পারেন আইপিএলকেও। সেই সিদ্ধান্ত ধোনির উপর ছেড়ে আরও একবার তাকে ২২ গজে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।