- Home
- Sports
- Cricket
- KKR vs LSG- কে থাকল দলে আর কে পড়ল বাদ, দেখে নিন লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ
KKR vs LSG- কে থাকল দলে আর কে পড়ল বাদ, দেখে নিন লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
ভেঙ্কটেশ আইয়র-
২০২১ আইপিএলের কেকেআরের সেরা আবিষ্কার ছিল ভেঙ্কটেশ আইয়র। সেই কারণে তাকে রিটেনও করে দল। কিন্তু এবার আইপিএলের প্রথম দিকে একেবারেই ছন্দে পাওয়া যায়নি তাকে। যার ফলে বাদ পড়তে হয়। মুম্বই ম্যাচে ফের সুযোগ পান ভেঙ্কটেশ। ব্য়াট হাতে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ঘোষণা করেন। কিন্তু হায়দরাবাদ ম্য়াচে ফের ব্যর্থ হন। তাই শেষ ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে রামে ফিরতে মরিয়া ভেঙ্কটেশ আইয়র।
বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এর গ্রুপ পর্বের শেষ ও ডু অর ডাই ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। প্লে অফে ওঠার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে এই ম্য়াচে জয় দরকার কেকেআরের (KKR)। আর শেষ চারের টিকিট কোনও অঙ্কে বিচারে না গিয়ে সরাসরি পাকা করাই লক্ষ্য লখনউয়ের। তবে কেএল রাহুলের দলের বিরুদ্ধে ম্য়াচে শ্রেয়স আইয়রের দলে একাধিক পরিবর্তন হতে পারে। শেষ ম্য়াচে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ, তা নিয়ে কৌতুহল রয়েছে কেকেআর সমর্থকদের মধ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ (Probable Playing XI of KKR)।
শ্রেয়স আইয়র-
ব্য়াট হাতে রানে না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সও হায়দরাবাদের বিরুদ্ধে দলের জয়ে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। কিন্তু ব্য়াট হাতে এখনও ধারাবাহিকতার অভাবে ভুগছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান। শেষ ম্য়াচেও ভালো শুরু করেও বড় স্কোর করতে পারেননি। লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচে ফের একবার ব্যাট হাতে রানে ফিরতে মরিয়া শ্রেয়স।
নীতিশ রানা-
দিল্লি, রাজস্থান ও মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ব্য়াটিং করে রানে ফিরেছিলেন নীতিশ রানা। ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা তিনি। কিন্তু গত ম্য়াচে রান আসেনি ব্য়াটে। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জ্বলে ওঠার অপেক্ষায় বাঁ হাতি তারকা ব্যাটসম্য়ান।
রিঙ্কু সিং-
মরসুমের শেষের দিকে দলে সুযোগ পেলেও নিজেকে অনেকটাই প্রমাণ করতে পেরেছেন রিঙ্কু সিং। গুজরাট, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন। শেষ দুটি ম্য়াচে বড় রাম আসেনি। তবে দলের গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নিজের সেরাটা উজার করে দিতে মরিয়া রিঙ্কু।
আন্দ্রে রাসেল-
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেনম আন্দ্রে রাসেল। ব্য়াট হাতে ঝোড়ো ৪৯ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে ম্য়াচ উইনিং পারফরম্যান্স করেছিলেন রাসেল। দলের শেষ ম্য়াচে আরও একবার নিজের মাসল পাওয়ার দেখানোর অপেক্ষায় রাসেল।
স্যাম বিলিংস-
আইপিএলের শুরুর দিকে প্রথম কয়েকটি ম্য়াচে সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস। খুব বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি ম্য়াচে ভালো ঝলক দেখিয়েছিলেন। শেষ ম্য়াচে সুযোগ পেয়ে খেলেছিলেন ৩৪ রানের প্রয়োজনীয় ইনিংস। লখনউয়ের বিরুদ্ধে ফর্ম ধরে রাখতে মরিয়া স্যাম বিলিংস।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। হায়দরাাদের বিরুদ্ধে আরও একবার নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় নারিন।
টিম সাউদি-
এবার আইপিএলের কেকেআর পেস অ্যাটাকে মোটামুটিভাবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন নিউজিল্য়ান্ডেক অভিজ্ঞ মিডিয়াম পেসার টিম সাউদি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখার অপেক্ষায় তারকা পেসার।
উমেশ যাদব-
এবারের আইপিএলে কেকেআরের পেস অ্য়াটাকে সবথেকে ভালো পারফর্ম করেছেন উমেশ যাদব। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও রয়েছেন তিনি। মাঝে ২ ম্য়াচে কাফ মাসেলে চোটের কারণে খেলতে পারেননি তিনি। সানরাইজার্স ম্য়াচে ফিরে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। গ্রুপের শেষ ম্য়াচে বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত 'বিদর্ভ এক্সপ্রেস'।
বরুণ চক্রবর্তী-
এবারের আইপিএলের শুরুতে কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাকে রিটেনও করেছিল কেকেআর। কিন্তু আশানরূপ একেবারেই পারফর্ম করতে পারেননি তিনি। বাদ পড়তে হয় দল থেকে। শেষের দিকে ফের দলে ফেরেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। শেষ ম্য়াচে ফের একবার নিজের জাদু দেখাতে মরিয়া বরুণ।