আইপিএল ২০২১-এ কেকেআরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি, দেখে নিন এক নজরে
ঘোষণা হয়ে গেল ২০২১ আইপিএলের ক্রীড়া সূচি। ৯ এপ্রিল থেকে শুরু হবে খেলা, ফাইনাল ৩০ মে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। প্রতিপ সানরাইজার্স হায়দরবাদ। কিন্তু আফসোসের কারণ হল, এবছর আইপিএলে সব দল লিগ ম্যাচ খেলবে চারটি নিরপেক্ষ কেন্দ্রে। তাই ঘরের মাঠ ইডেনে একটি ম্য়াচও নেই নাইটদের। কেকেআরের ম্যাচগুলি হবে গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে চেন্নাই, মুম্বই, আমদাবাদ ও বেঙ্গালুরুতে। যদিও অন্য দলের ১০টি ম্যাচ আয়োজন করবে ইডেন।
- FB
- TW
- Linkdin
১. কেকেআরের প্রথম ম্য়াচ ১১ এপ্রিল, প্রতিপক্ষ- সনারাইজার্স হায়দরাবাদ, ভেন্যু- চেন্নাই, সময়- সন্ধে ৭.৩০।
২. কেকেআরের দ্বিতীয় ম্য়াচ ১৩ এপ্রিল, প্রতিপক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স , ভেন্যু- চেন্নাই, সময়- সন্ধে ৭.৩০।
৩. কেকেআরের তৃতীয় ম্য়াচ ১৮ এপ্রিল, প্রতিপক্ষ- আরসিবি, ভেন্যু- চেন্নাই, সময়- সন্ধে ৭.৩০।
৪. কেকেআরের চতুর্থ ম্য়াচ ২১ এপ্রিল, প্রতিপক্ষ- চেন্নাই সুপার কিংস , ভেন্যু- মুম্বই, সময়- সন্ধে ৩.৩০।
৫. কেকেআরের পঞ্চম ম্য়াচ ২৪ এপ্রিল, প্রতিপক্ষ- রাজস্থান রয়্যালস, ভেন্যু- মুম্বই, সময়- সন্ধে ৭.৩০।
৬. কেকেআরের ষষ্ঠ ম্য়াচ ২৬ এপ্রিল, প্রতিপক্ষ- পঞ্জাব কিংস, ভেন্যু- আহমেদাবাদ, সময়- সন্ধে ৭.৩০।
৭. কেকেআরের সপ্তম ম্যাচ ২৯ এপ্রিল, প্রতিপক্ষ- দিল্লি ক্যাপিটালস, ভেন্যু- আহমেদাবাদ, সময়- সন্ধে ৭.৩০
৮. কেকেআরের অষ্টম ম্যাচ ৩ মে, প্রতিপক্ষ- আরসিবি, ভেন্যু- আহমেদাবাদ, সময়- সন্ধে ৭.৩০
৯. কেকেআরের নবম ম্যাচ ৮ মে, প্রতিপক্ষ- দিল্লি ক্যাপিটালস, ভেন্যু- আহমেদাবাদ, সময়- দুপুর ৩.৩০
১০. কেকেআরের দশম ম্যাচ ১০ মে, প্রতিপক্ষ - মুম্বই ইন্ডিয়ান্স, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- সন্ধে ৭.৩০
১১. কেকেআরের একাদশ তম ম্যাচ ১২ মে, প্রতিপক্ষ- চেন্নাই সুপার কিংস, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- সন্ধে ৭.৩০
১২. কেকেআরের দ্বাদশ তম ম্যাচ ১৫ মে, প্রতিপক্ষ- পঞ্জাব কিংস, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- সন্ধে- ৭.৩০
১৩. কেকেআরের ত্রয়োদশ ম্যাচ ১৮ মে, প্রতিপক্ষ- রাজস্থান রয়্যালস, ভেন্যু- বেঙ্গালুরু,সময়- সন্ধে- ৭.৩০
১৪. কেকেআরের চতুর্দশ ম্যাচ ২১ মে, প্রতিপক্ষ- হায়দরাবাদ এফসি, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- দুপুর ৩.৩০